বাংলা নিউজ > ময়দান > Whatsapp-এ এটা হয় না!ঋদ্ধির বিরুদ্ধে অভিযোগ তুলে নেটিজেনদের প্রশ্নের মুখে বোরিয়া

Whatsapp-এ এটা হয় না!ঋদ্ধির বিরুদ্ধে অভিযোগ তুলে নেটিজেনদের প্রশ্নের মুখে বোরিয়া

ঋদ্ধিমান সাহা (বাঁ-দিকে), সাংবাদিকেক ভিডিয়োয় দেখানো স্ক্রিনশট (ভিডিয়ো)

নেটিজেনদের একাংশের দাবি, নিজের স্বপক্ষে যুক্তি খাড়া করতে গিয়ে ‘ভুল’ করে ফেলেছেন ওই সাংবাদিক।

ঋদ্ধিমান সাহার বিরুদ্ধে স্ক্রিনশট বিকৃত করার অভিযোগ তুলেছিলেন। পালটা সাংবাদিক বোরিয়া মজুমদারের ‘নথি’ দিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি, নিজের স্বপক্ষে যুক্তি খাড়া করতে গিয়ে ‘ভুল’ করে ফেলেছেন ওই সাংবাদিক।

শনিবার টুইটারে একটি ভিডিয়োবার্তায় বোরিয়া দাবি করেন, ভারতীয় দল থেকে বাদ পড়ার দিনে (১৯ ফেব্রুয়ারি) সহানুভূতি পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে সেই ‘বিকৃত’ স্ক্রিনশট পোস্ট করেছেন ঋদ্ধি। অথচ গত ১৩ ফেব্রুয়ারির পর থেকে ঋদ্ধির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ হয়নি। ভিডিয়োয় ঋদ্ধির পোস্ট করা স্ক্রিনশট এবং নিজের ফোনের স্ক্রিনশট (তেমনটাই দাবি করেছেন ওই সাংবাদিক) দিয়ে দাবি করেন, 'দয়া করে আমার স্ক্রিনশটটা দেখুন। যেটা সত্যিকারের। আর দয়া করে ঋদ্ধিমান সাহার পোস্ট করা স্ক্রিনশট দেখুন। যা নিজের টুইটের সঙ্গে পোস্ট করেছেন ঋদ্ধি। আপনারা দেখতে পাবেন, উনি (ঋদ্ধি) ইচ্ছাকৃতভাবে তারিখ ব্লার (ঢেকে) করে দিয়েছেন। ইচ্ছাকৃতভাবে তারিখ এড়িয়ে গিয়েছেন। সেইসঙ্গে ইচ্ছাকৃতভাবে একটি মিসড কল যোগ করেছেন। যাতে মানুষের মনে হয় যে এটা টানা কথোপকথন।'

যদিও সেই মিসড কলের যুক্তি ধোপে টেকেনি নেটিজেনদের একাংশের কাছে। এক নেটিজেন বলেন, ‘এটা ধামাচাপা দেওয়ার খুবই বাজে চেষ্টা। আপনি যখন হোয়্যাটসঅ্যাপ মিসড কল দেন, তখন তা শুধুমাত্র রিসিভারের ফোনে দেখায়, আপনার ফোনে নয়। আপনি যদি ধামাচাপা দিতে যান, তাহলে ঠিকভাবে করুন।’ একই যুক্তি খাড়া করেছেন আরও কয়েকজন নেটিজেন। কেউ কেউ আবার বোরিয়ার পাশেও দাঁড়িয়েছেন।

কী হয়েছিল ঘটনাটি?

গত ১৯ ফেব্রুয়ারি রাতের দিকে টুইটারে একটি হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেন ঋদ্ধি। সঙ্গে লেখেন, 'ভারতীয় ক্রিকেটের প্রতি আমার যাবতীয় অবদানের পর তথাকথিত শ্রদ্ধেয় সাংবাদিকের থেকে এরকম বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই পর্যায় নেমে গিয়েছে সাংবাদিকতা।'

রাত ১০ টা ১৮ মিনিটে এক নম্বর থেকে আসা হোয়্যাটসঅ্যাপ মেসেজে লেখা আছে, 'আমার সঙ্গে একটা ইন্টারভিউ কর। (তোমার জন্য) ভালো হবে।' এক মিনিট পরেই আরও একটি মেসেজ এসেছে। তাতে বলা হয়, 'ওরা (বোর্ড) একজন উইকেটকিপার বেছে নিয়েছে, যে সেরা উইকেটকিপার। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেওয়ার চেষ্টা করছ, যাঁরা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সবথেকে বেশি সাহায্য করতে পারবে।' রাত ১০ টা ৪৩ মিনিটের একটি মেসেজে বলা হয়, 'তুমি ফোন করলে না। আমি কখনও তোমার ইন্টারভিউ নেব না। আমি একেবারে সহজে অপমান মেনে নিই না এবং এটা আমি মনে রাখব। এটা তোমার করা উচিত হয়নি।' তারইমধ্যে ঋদ্ধির পোস্ট করা স্ক্রিনশটে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে হোয়্যাটসঅ্যাপ কলের বিষয়টি ধরা পড়েছে। যা মিসড কল হয়ে গিয়েছিল।

সেই ‘হুমকির’ স্ক্রিনশট পোস্ট করলেও কোনও সাংবাদিকের নাম প্রকাশ করেননি ঋদ্ধি। পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জনসমক্ষে কারও নাম না জানালেও বোর্ডের পুরো বিষয়টি খুলে জানিয়েছেন বলে স্পষ্টভাবে বলে দেন ঋদ্ধি। তার কিছুক্ষণ পরেই টুইটার ভিডিয়ো পোস্ট করেন বোরিয়া।

কী বলেছেন বোরিয়া?

নিজের সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে নিজেই সেই মেসেজ পাঠানোর কথা স্বীকার করেন বোরিয়া। তবে ঋদ্ধিমানের বিরুদ্ধে তাঁর মেসেজের দিনক্ষণ বদলে তাঁর বিরুদ্ধে অযাচিত আরোপ লাগানোর পালটা অভিযোগ তোলেন বোরিয়া। তিনি সাফ জানিয়ে দেন, ঋদ্ধিমানকে ১৩ ফেব্রুয়ারি মেসেজ করেছিলেন, যেটা ঋদ্ধি তাঁর ছয়দিন পর ভারতীয় দল থেকে বাদ পড়ার পর আপলোড করেন। এমনকী মেসেজে ঋদ্ধিকে তিনি কল করার কথা সম্পূর্ণ অস্বীকার করে জানান, ১৩ ফেব্রুয়ারির পরে তিনি ঋদ্ধির সঙ্গে আর কোনওরকম যোগাযোগ করার চেষ্টাও করেননি। ঋদ্ধি স্রেফ সহানুভূতি পাওয়ার জন্যই এই মেসেজ এতদিন পরে আপলোড করেন। ১৩ ফেব্রুয়ারি পূর্ব পরিকল্পিত দিনক্ষণ অনুযায়ী ঋদ্ধি তাঁকে সাক্ষাৎকার দেওয়া তো দূর, তাঁর ফোন পর্যন্ত ধরেননি। সেইজন্যেই তিনি রেগে গিয়েছিলেন। সেইসঙ্গে ঋদ্ধির বিরুদ্ধে মানহানির মামলা করারও হুমকি দেন বোরিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.