প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ভারতের বর্তমান সীমিত ওভারের দলের সমস্ত সাদা বলের আইসিসি টুর্নামেন্ট - ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা উচিত।
ওভালে প্রথম ওয়ানডে-তে ভারত ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। এর পরেই ভন ১৮০ ডিগ্রি পাল্টি খেয়ে এমন মন্তব্য করেছেন। মঙ্গলবার প্রথম ওডিআই-তে ইংল্যান্ডকে ১১০ রানে অল-আউট করে দেয় ভারত। যা ওডিআই-এর ইতিহাসে ভারতের বিরুদ্ধে তাদের সর্বনিম্ন স্কোর। জবাবে ১৮.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১৪ রান করে ভারত। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতার একদিন পরেই, ওয়ানডে-তে ভারতকে বিধ্বংসী মেজাজে পাওয়া যায়।
ভন ক্রিকবাজে বলেছেন, ‘দেড় বছরের মধ্যে পরিস্থিতি অন্য হবে (ওডিআই বিশ্বকাপের জন্য)। তবে ভারতকে সাদা বলের ক্রিকেটে বিশেষ ভূমিকা নিতে হবে। ওরা সেই জায়গাটাও তৈরি করেছে। টি-টোয়েন্টি সিরিজে ওরা যে ভাবে খেলেছে, তার পর ওডিআই-এও দুরন্ত ছন্দে ছিল। আমরা আগ্রাসনের কথা বলি, ওরা ওরা মাঠে রীতিমতো আক্রমণাত্মক ছিল।’
তিনি এর সঙ্গেই যোগ করেছেন, ‘ইংল্যান্ড একটি অসাধারণ দল, যে কারণে তাদের হারিয়ে ভারতের অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠা উচিত। আমি আগেও বলেছি, এই ভারতীয় ওয়ানডে দল বহু দিন ধরে কিছু জিততে পারেনি। ওদের এ বার চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপ- সবগুলোই জেতা উচিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।