বাংলা নিউজ > ময়দান > এভাবেও ফিরে আসা যায়! ডিন জোন্সের পাশে জায়গা করে নিলেন জনি বেয়ারস্টো

এভাবেও ফিরে আসা যায়! ডিন জোন্সের পাশে জায়গা করে নিলেন জনি বেয়ারস্টো

এজবাস্টনে ভারতের বিরুদ্ধে টেস্ট জয়ের পরে জনি বেয়ারস্টো (ছবি-এএফপি)  (AFP)

২০২১ সালে ভারতের বিরুদ্ধে আমদাবাদের ম্যাচে দুটো ইনিংসেই শূন্য করেছিলেন জনি বেয়ারস্টো। তবে ২০২২ সালে সেই ভারতের বিরুদ্ধেই বার্মিংহামে ১০৬ ও অপরাজিত ১১৪ রানের ইনিংস খেললেন। এরফলে ইতিহাসের পাতায় ডিন জোন্সের পরে নিজের নাম লেখালেন জনি বেয়ারস্টো।

গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ২২ গজ তোলপাড় করেছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জনি বেয়ারস্টো। তিনি ৭৮.৮০ গড়ে ৩৯৪ রান করেছিলেন। নাটিংহ্যামে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন। তিনি ইংল্যান্ডের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি-স্কোরার হয়েছেন। শেষ টেস্টেও তিনি ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেছিলেন। এ বার তিনি ইংল্যান্ডের হয়ে দ্রুততম ১৫০ রান করার গৌরব অর্জন করেছেন। বেয়ারস্টো যেন আগুনে ছন্দে রয়েছেন। 

নিজের একই ফর্ম দেখালেন ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচে। এজবাস্টনে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৪০ বলে ১০৬ রানের ইনিংস খেললেন। এরপরে দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে ১৪৫ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেললেন। বেয়ারস্টোর ব্যাটের কারণেই সিরিজের শেষ ম্যাচে ভারতকে সহজে পরাজিত করেছিল ইংল্যান্ড।

আরও পড়ুন… শার্দুল নিয়ে অপ্রিয় কথাটা বলেই দিলেন মঞ্জরেকর

তবে এই ফর্ম দেখিয়ে বাইশ গজে ডিন জোন্সকে ছুঁয়ে ফেললেন জনি বেয়ারস্টো। কারণ ১৯৮৮ সালে ডিন জোন্স পাকিস্তানের বিরুদ্ধে লাহোরের টেস্টে দুটো ইনিংসে শূন্য রান করেছিলেন। পরে অ্যাডিলেডে ১৯৯০ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১১৬ এবং অপরাজিত ১২১ রান করেছিলেন। অর্থাৎ একই দলের বিরুদ্ধে আগের ইনিংসে শূন্য রান করে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচে দুটো ইনিংসেই শতরান করা তিনিই ছিলেন প্রথম ব্যাটার। এবার সেই তালিকায় যুক্ত হল জনি বেয়ারস্টোর নাম।

আরও পড়ুন… শার্দুল নিয়ে অপ্রিয় কথাটা বলেই দিলেন মঞ্জরেকর

২০২১ সালে ভারতের বিরুদ্ধে আমদাবাদের ম্যাচে দুটো ইনিংসেই শূন্য করেছিলেন জনি বেয়ারস্টো। তবে ২০২২ সালে সেই ভারতের বিরুদ্ধেই বার্মিংহামে ১০৬ ও অপরাজিত ১১৪ রানের ইনিংস খেললেন। এরফলে ইতিহাসের পাতায় ডিন জোন্সের পরে নিজের নাম লেখালেন জনি বেয়ারস্টো।   

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন