শুভব্রত মুখার্জি:- প্যারিস প্যারালিম্পিকস গেমসে দুর্দান্ত ফর্মে ছিল ভারতীয় প্যারালিম্পিয়ানরা। তারা ইতিমধ্যেই একটি সংস্করণ থেকে সর্বাধিক পদক পাওয়ার নয়া নজির গড়েছে। টপকে গিয়েছে টোকিও প্যারালিম্পিকস গেমসে তাদের গড়া নজিরকে। প্যারিসে ভারতীয় দলের ভাগ্যও তাদেরকে সহায়তা করেছে।প্যারা জ্যাভলিন থ্রোয়ার নভদীপ সিং প্রথমে রুপো পেয়েছিলেন। ইভেন্টে সোনা পেয়েছিলেন ইরানের সাদেঘ বেথ সায়া।৪৭.৬৪ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন তিনি। নভদীপ থ্রো করেছিলেন ৪৭.৩২ মিটার। কিন্তু ফাইনালের পরে ইরানের সাদেঘকে ডিসকোয়ালিফাই করা হয়।
আরও পড়ুন-নেশনস লিগে বড় জয় স্পেনের! জিতল ক্রোয়েশিয়াও! আজ মাঠে নামছে দুই বিশ্বচ্যাম্পিয়ন…
আন্তর্জাতিক প্যারালিম্পিকস কমিটির কোড অফ কন্ডাক্টের ৮.১ ধারা ভাঙার দায়ে অভিযুক্ত হন সাদেঘ। এই ধারায় বলা রয়েছে টুর্নামেন্ট চলাকালীন অভব্য বা অখেলোয়াড়সুলভ আচরণ করলে কোন ক্রীড়িবিদকে সাসপেন্ড করা যেতে পারে।ফলে সাদেঘ ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার পরে নিয়ম অনুযায়ী সোনাটি পেয়ে যান ভারতের নভদীপ সিং। তাঁর এই সোনা জয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের কোচ সত্যনারায়ণ জানিয়েছেন 'ভুল পতাকার ব্যবহার হয়েছিল সেইজন্য ডিসকোয়ালিফাই হয়েছে'।
আরও পড়ুন-আজ জিতলেই ম্যানোলোর কোচিংয়ে প্রথম Intercontinental Cup জিতবে ভারত, সামনে সিরিয়া…
ছেলেদের এফ৪১ জ্যাভলিনের ফাইনাল ছিল ঘটনাবহুল। প্যারালিম্পিকস রেকর্ড থেকে ডিসকোয়ালিফিকেশন সব কিছুর সাক্ষী এই ফাইনালে থেকেছেন দর্শকরা। ইরান সাদেঘের এই ডিসকোয়ালিফিকেশনের বিরুদ্ধে আবেদন করেছিল ঠিকই। কিন্তু সেই আবেদন গ্রাহ্য করেনি আন্তর্জাতিক প্যারালিম্পিকস কমিটি। ফলে কপাল খুলে যায় ভারতের নভদীপ সিংয়ের।
বিষয়টি নিয়ে সংবাদ সংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় কোচ সত্যনারায়ণ। তিনি জানিয়েছেন ' ইরানের আপিল খারিজ করে দেওয়া হয়েছে। নভদীপের রুপোর পদককে উন্নীত করে সোনার পদক করা হয়েছে। আপিল খারিজ হয়ে যাওয়ার পরে নতুন করে ফলাফল ঘোষণা করা হয়। এটা ঘটেছে কারণ ইরানের অ্যাথলিট আন্তর্জাতিক প্যারালিম্পিকস কমিটির নিয়মকে ভঙ্গ করেছেন। কারণ কোনরকম রাজনৈতিক স্লোগান এই মঞ্চে দেওয়া যায় না। একমাত্র পতাকা ব্যবহার করা যেতে পারে। ও ভুল পতাকা ব্যবহার করেছিল। সেই কারণেই ওকে ডিসকোয়ালিফাই করা হয়েছে।ইরান আপিল করেছিল।প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু তা খারিজ হয়ে যায়। আমি খুব খুশি যে সোনা জিতেছে নভদীপ। ভারতীয় দল খুব ভালো পারফরম্যান্স করছে। '
জানা গিয়েছে ফাইনালের পরে ইরানের সাদেঘ একটি কালো পতাকা খুলছিলেন। কোন একটি বিষয়ে প্রতিবাদ জানাতে এই কালো পতাকার ব্যবহার করা যায়। কিন্তু অলিম্পিক বা প্যারালিম্পিকস গেমসের মঞ্চে নিজের দেশের পতাকা ছাড়া অন্য কোন দেশের পতাকা ব্যবহার করা যায় না। তবে বিষয়টি নিয়ে কোন স্পষ্ট মন্তব্য আন্তর্জাতিক প্যারালিম্পিকস কমিটির তরফে করা হয়নি। নভদীপের পদক জয়ের পর ভারতের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ২৯। যার মধ্যে রয়েছে সাতটি সোনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।