বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের নতুন যে টি-২০ জার্সির নকশা প্রকাশ করা হয়, তাতে আগের মতো বিসিসিআইয়ের লোগোর ঠিক উপরে ৩টি স্টার ছিল। বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে ঘরের মাঠে ভারত নতুন নকশার জার্সি পরেই মাঠে নামে। যথারীতি তাতেও ছিল তিনটি স্টার। তবে বিশ্বকাপের আগে ১৬ দলের ক্যাপ্টেনকে নিয়ে যে ফটো শুট হয়, তাতে রোহিতের জার্সিতে তিনটির বদলে রয়েছে ১টি মাত্র স্টার।
স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়ে যায় বিষয়টি নিয়ে। কারণ খোঁজা শুরু হয়ে যায় তৎক্ষণাৎ। ভারতীয় ক্রিকেটারদের জার্সির তিনটি স্টার আসলে ভারতের ৩টি বিশ্বকাপ জয়কেই তুলে ধরে। ১৯৮৩ ও ২০১১-র ওয়ান ডে বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের জন্যই ভারতীয় দলের জার্সিতে আঁকা থাকে তিনটি তারা।
তবে এবার ভারতীয় ক্রিকেটাররা টি-২০ বিশ্বকাপে যে জার্সি পরে মাঠে নামবেন, তাতে একটি মাত্র তারা থাকবে, ঠিক যেমনটা ক্যাপ্টেনস ডে-তে রোহিত শর্মার জার্সিতে ছিল। আসলে ভারত এখনও পর্যন্ত একবার মাত্র টি-২০ বিশ্বকাপ জিতেছে। তাই টি-২০ বিশ্বকাপের আসরে তারা সেই একটি বিশ্বকাপ জয়কেই সামনে রাখতে চাইছে। সেকারণেই রোহিতদের জার্সির এমন নকশা বদল বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ লড়াই দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে ১৭ অক্টোবর রোহিতরা প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন আয়োজক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৯ অক্টোবর ভারত দ্বিতীয় অনুশীলন ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।