বাংলা নিউজ > ময়দান > ব্যাট হাতে ইতিহাস গড়লেন এই পাক বোলার! পাকিস্তানের কোনও ক্রিকেটার যা করতে পারেননি সেটাই করে দেখালেন

ব্যাট হাতে ইতিহাস গড়লেন এই পাক বোলার! পাকিস্তানের কোনও ক্রিকেটার যা করতে পারেননি সেটাই করে দেখালেন

ছক্কা মারছেন মহম্মদ ওয়াসিম জুনিয়ার

অভিষেক ম্যাচে খাতা খুলতে উত্তেজিত ছিলেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। লিচের ওভারের শেষ বলটি দেখেই সঙ্গে সঙ্গে এগিয়ে যান ওয়াসিম, তার ব্যাটের নীচ থেকে একটি দুর্দান্ত শট উপহার পায় ক্রিকেট বিশ্ব। তিনি লং-অনের দিকে এমন ছক্কা মারেন যে লিচ কেবল দেখতে থাকেন। ছয় মেরে নিজের অভিষেক ম্যাচের ওপেনিং ইনিংসের খাতা খোলেন মহম্মদ ওয়াসিম জুনিয়র।

শনিবার থেকে শুরু হয়েছে পাকিস্তান বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। প্রথমে ব্যাট করে পাকিস্তান দল মাত্র ৭৯ ওভার খেলে এবং ৩০৪ রান করেই আউট হয়ে যায়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন অধিনায়ক বাবর আজম। তিনি ১২৩ বল খেলে ৯টি চার মারেন।

বাবরের সঙ্গী মহম্মদ রিজওয়ান করে ছিলেন মাত্র ১৯ রান। আগা সলমন ৫৬ ও আজহার আলি ৪৫ রান করেন। তবে পাকিস্তানের তরুণ তারকা মহম্মদ ওয়াসিম ব্যাট হাতে এক অনন্য কীর্তি গড়ে ফেলেন। কারণ তিনি ছাড়া এই ইনিংসে আর কোনও পাক ব্যাটসম্যান ছক্কা মারতে পারেননি। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে একমাত্র ছক্কা হাঁকান ওয়াসিম। তাঁর এই নির্ভিক ব্যাটিং-এর জন্য এক অনন্য রেকর্ড করে ফেলেছেন মহম্মদ ওয়াসিম।

আরও পড়ুন… Ind vs Ban: ঋষভ পন্তের স্টাম্পিং দেখে গর্বিত হবেন ধোনি, কারণ জানালেন দীনেশ কার্তিক

পাকিস্তানের ইনিংসের ৭৭তম ওভারে দেখা গেছে এই দৃশ্য। পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হওয়া মহম্মদ ওয়াসিম জুনিয়র ১০ নম্বরে ব্যাট করতে নামেন। ওয়াসিম তিন বল খেলেও কোনও রান করতে পারেননি। এমন অবস্থায় রানের জন্য তাঁর হতাশা বাড়ছিল। অভিষেক ম্যাচে খাতা খুলতে উত্তেজিত ছিলেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। লিচের ওভারের শেষ বলটি দেখেই সঙ্গে সঙ্গে এগিয়ে যান ওয়াসিম, তার ব্যাটের নীচ থেকে একটি দুর্দান্ত শট উপহার পায় ক্রিকেট বিশ্ব। তিনি লং-অনের দিকে এমন ছক্কা মারেন যে লিচ কেবল দেখতে থাকেন। ছয় মেরে নিজের অভিষেক ম্যাচের ওপেনিং ইনিংসের খাতা খোলেন মহম্মদ ওয়াসিম জুনিয়র।

আরও পড়ুন… Munaf Patel Bank Accounts Seized: সমস্যায় ২০১১ বিশ্বকাপ জয়ী দলের তারকা ক্রিকেটার

নিজের এই শট দেখে খুশি ছিলেন মহম্মদ ওয়াসিম নিজেও। ৭৯তম ওভারের শেষ বলে জ্যাক লিচের বলে বোল্ড হন আবরার আহমেদ। চার রান করে সাজঘরে ফেরেন তিনি। ফলে ওয়াসিম অপরাজিত থাকেন। সাত বল খেলে ৮ রান করেই ক্রিজে টিকে থাকেন ওয়াসিম।

পাকিস্তানের প্রথম ইনিংস ৩০৪ রানে শেষ হয়। জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে ৩৫৪ রান তোলে। এর জবাবে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে এখনও ৯ ওভার খেলে ২১ রান করেছে। তবে এর মাঝেই একটি অনন্। রেকর্ড করে ফেলেছেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। তিনি টেস্টে পাকিসতানের হয়ে অভিষেক করে প্রথম রানটাই ছক্কা হাঁকিয়ে নেওয়া প্রথম ক্রিকেটার হয়েছেন। এই রেকর্ড বাবর আজম, মহম্মদ রিজওয়ান থেকে মহম্মদ ইউনিস কারোর নেই।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ছোট্ট ‘দুর্গা’দের নিয়ে একদিনের প্যান্ডেল হপিং! উডল্যান্ডসের অভিনব উদ্যোগ আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিকের জাদু ক্ষমতা, এসব বলা বেআইনি, সতর্ক করল মন্ত্রক রামায়ণ থেকে অনুপ্রাণিত সিংহম এগেন, কে কোন চরিত্রে ধরা দেবেন? অনেকদিন ধরেই ভাবছিলেন! RG Karকাণ্ডে বিচার চেয়ে বাড়িতে দুর্গাপুজো শুরু মেহতাবের সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে খোঁচা! দুই বাংলার বিয়ে টিকছে না কেন? প্রশ্ন তসলিমার ফের ভারতের ক্যাপ্টেন হচ্ছেন সচিন তেন্ডুলকর! কবে নামবেন মাঠে? এবার‌ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, চরম নিগ্রহ রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো-অদ্রিজারা মহাষষ্ঠীর দিনটি কেমন যাবে? পাবেন কোনও ভালো খবর? জানুন ৯ অক্টোবরের রাশিফল তৃণমূল সাংসদের সন্তান সম্পর্কে কুকথা, হাততালি দিয়ে ধৃত ২ তরুণী, তদন্তে সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.