ক্রিকেটে অনেক খেলোয়াড়ের মধ্যেই প্রবল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। বাইশ গজের পিচে সেই রকম অনেক ম্যাচই স্মরণীয় হয়ে রয়েছে। তবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর এবং পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল আলাদা রকমের। যখনই এই দুজন মুখোমুখি হতেন,তখনই চোখ ভাঁজ করে বসে থাকত পুরো ক্রিকেট বিশ্ব। শোয়েব আখতার এবার সচিন তেন্ডুলকরের সঙ্গে এমন ধরনের একটি প্রতিদ্বন্দ্বিতার গল্প শেয়ার করেছেন।
ঘটনাটি ১৯৯৯ সালের কলকাতায় অনুষ্ঠিত টেস্ট ম্যাচের সঙ্গে সম্পর্কিত। এই ম্যাচে প্রথম বলেই সচিন তেন্ডুলকরকে বোল্ড করেছিলেন শোয়েব আখতার। আখতার সম্প্রতি টেলিগ্রাফের সঙ্গে একটি পডকাস্টের সময় এই ঘটনাটি উল্লেখ করেছেন। এই ভিডিয়োটি টুইট করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। আখতার এই পডকাস্টে ভনের সঙ্গে কথা বলেছেন।
শোয়েব আখতার বলেছেন যে তিনি সচিনকে বোল্ড করেছিলেন এবং সেই কারণেই কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামটি সম্পূর্ণ খালি করতে হয়েছিল। শোয়েব আখতার বলেন,‘সচিন অন্যতম সেরা ক্রিকেটার। সচিন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং ব্যাটসম্যান। আমি তার দিকে তাকিয়ে বললাম ভাই আমার সামনে আপনার কোন সুযোগ নেই। কলকাতায় আমি তাকে প্রথম বলেই বোল্ড করেছিলাম। ক্রিকেটের ইতিহাসে এই প্রথম, প্রথম বলেই আউট হলেন,আমার কারণেই রান আউট হলেন,আমার কারণে ৭০-৮০ হাজার লোককে কলকাতা স্টেডিয়াম থেকে বাইরে করে দেওয়া হয়েছিল।’
আরও পড়ুন… FIFA World Cup: প্রচুর সংখ্যায় ভারতীয়রা ভিড় জমিয়েছেন কাতারে, অবাক করবে সংখ্যাটা
শোয়েব আখতার আরও বলেন,‘প্রথমবার টেস্ট ম্যাচ দুই ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল, সেটাও আমার কারণে। বিশ্বের ইতিহাসে প্রথমবার। প্রথমে হাজার হাজার মানুষের সামনে খেলা চলছিল কিন্তু হঠাৎ স্টেডিয়ামে কেউ ছিল না।’ এই বলে হাসতে থাকেন শোয়েব আখতার। সেই ম্যাচে ভারতকে ৪৬ রানে হারিয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন সচিন তেন্ডুলকর। দ্বিতীয় ইনিংসে নয় রান করার পর রানআউট হন তিনি। পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ১৮৫ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত প্রথম ইনিংসে ২২৩ রান করেছিল। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৩১৬ রান করে। এর জন্য সইদ আনোয়ার একাই খেলেছিলেন অপরাজিত ১৮৮ রানের ইনিংস। মহম্মদ ইউসুফ করেছিলেন ৫৬ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৭৯ রানের লক্ষ্য পেয়েছিল ভারত। কিন্তু টিম ইন্ডিয়া মাত্র ২৩২ রানেই গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে চার উইকেট এবং প্রথম ইনিংসেও চার উইকেট নিয়েছিলেন শোয়েব আখতার।