সদ্য পুত্র সন্তানের বাবা হয়েছেন সুনীল নারিন। মাঠের বাইরে খুশির আবহে থাকলেও মাঠের পারফর্ম্যান্স মোটেও স্বস্তি দিচ্ছে না কেকেআর তারকাকে। আবু ধাবি টি-১০ লিগে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ ক্যারিবিয়ান অল-রাউন্ডার। বল হাতেও উল্লেখযোগ্য কিছু করে দেখাচ্ছেন এমনটাও নয়। স্বাভাবিকভাবেই নারিনের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।
এখনও পর্যন্ত আবু ধাবি টি-১০ লিগে পাঁচটি ম্যাচ খেলেছেন নারিন। পাঁচ ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ৫ রান। উল্লেখযোগ্য বিষয় হল, শেষ তিন ম্যাচে প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।
পুণে ডেভিলসের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ১ রান করে আউট হন নারিন। দ্বিতীয় ম্যাচে টিম আবু ধাবির বিরুদ্ধে ৪ রান করে অপরাজিত থাকেন। পরের তিনটি ম্যাচে যথাক্রমে কালান্দার্স, দিল্লি বুলস ও নর্দান ওয়ারিয়র্সের বিরুদ্ধে গোল্ডেন ডাকের লজ্জাজনক নজির গড়েন নারিন।
বল হাতে প্রথম ম্যাচে নারিন ১৮ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন। দ্বিতীয় ম্যাচে নেন ১৪ রানে ১টি উইকেট। তৃতীয় ম্যাচে ২৬ রান খরচ করে ১ উইকেট পকেটে পোরেন ক্যারিবিয়ান তারকা। চতুর্থ ম্যাচে ২২ রান দিয়েও কোনও উইকেট পাননি। শেষ ম্যাচে ৩০ রান উপহার দেন প্রতিপক্ষকে। উইকেট নেন ১টি। অর্থাৎ, পাঁচ ম্যাচে সবমিলিয়ে ৪টি উইকেট নিয়েছেন নারিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।