বাংলা নিউজ > ময়দান > ৬ রানে ৪ উইকেট, ২২ বলে হাফ-সেঞ্চুরি, পিটারসেনদের একার হাতে বিধ্বস্ত করলেন দিলশান

৬ রানে ৪ উইকেট, ২২ বলে হাফ-সেঞ্চুরি, পিটারসেনদের একার হাতে বিধ্বস্ত করলেন দিলশান

পিটারসেনকে ফিরিয়ে দিলশানের উচ্ছ্বাস। ছবি- টুইটার।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে দাপুটে জয় শ্রীলঙ্কা লেজেন্ডসের।

দক্ষিণ আফ্রিকার পর এবার শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হলেন কেভিন পিটারসেনরা। বরং বলা ভালো রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে তিলকরত্নে দিলশান একা হারালেন ইংল্যান্ড লেজেন্ডসকে।

ম্যাচে আগাগোড়া স্পিনারদের দাপট ছিল। ব্যাটসম্যানদের মুহূর্তের জন্য মাথা তুলতে দেখা যায়নি। ব্যতিক্রমী শুধু দিলশান। প্রথমে বল হাতে মাত্র ৬ রানে ইংল্যান্ডের চার জন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান। ৪ ওভার বলে করে একটি মেডেনও নেন তিনি। পরে ব্যাট হাতে ২২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিলকরত্নে। শেষমেষ ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড লেজেন্ডস ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৭৮ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন ট্রেমলেট। পিটারসেন আউট হন ১ রান করে। রঙ্গনা হেরথ ১৭ রানে ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা লেজেন্ডস ৭.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৮১ রান তুলে ম্যাচ জিতে যায়। দিলশান দায়িত্ব নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ইংল্যান্ডের হয়ে ৪টি উইকেটই নেন মন্টি পানেসর। যদিও দল ৬ উইকেটে ম্যাচ হারায় জলে যায় পানেসরের অনবদ্য বোলিং।

বন্ধ করুন