বাংলা নিউজ > ময়দান > ল্যাঙ্কাশায়ারের হয়ে ব্যাটে ঝড় তুললেন টিম ডেভিড, ক্রেডিট নিতে চলে এল মুম্বই ইন্ডিয়ান্স

ল্যাঙ্কাশায়ারের হয়ে ব্যাটে ঝড় তুললেন টিম ডেভিড, ক্রেডিট নিতে চলে এল মুম্বই ইন্ডিয়ান্স

ল্যাঙ্কাশায়ারের হয়ে ব্যাটিংরত টিম ডেভিড। ছবি- ল্যাঙ্কাশায়ার।

ল্যাঙ্কাশায়ারের হয়ে ২৫ বলে দুরন্ত ৬০ রান করেন টিম ডেভিড।

এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের চূড়ান্ত হতাশাজনক মরশুমেও নজর কেড়েছেন টিম ডেভিড। মরশুমের শুরুর দিকে তেমন সুযোগ না পেলেও, শেষের দিকে দলে জায়গা পেয়ে সুযোগের সঠিক ব্যবহার করেছেন দীর্ঘকায় ডেভিড। আট ম্যাচে ৩৭.২০-র গড় ও ২১৬.২৮-র স্ট্রাইক রেটে তিনি মোট ১৮৬ রান করেছেন।

আইপিএলের ইতিহাসে এত স্ট্রাইক রেটে এর থেকে বেশি রান আর কোনও ক্রিকেটার করেননি। আইপিএল শেষেই এবার ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ লিগ ভাইটালিটি ব্লাস্ট খেলতে উড়ে গিয়েছেন টিম ডেভিড। পুরনো দল সারের বদলে ল্যাঙ্কাশায়ারে যোগ দিয়েছেন তিনি। আর নতুন দলের হয়ে মাঠে নেমেই দুরন্ত ফর্ম অব্যাহত ডেভিডের। ওরচেস্টাশায়ারের বিরুদ্ধে তাঁর ব্যাটিং দক্ষতার পরিচয় পাওয়া গেল।

ডেভিড এদিন ২৫ বলে ঝোড়ো ৬০ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাটিং দৌরাত্ম্য এবং রিচার্ড গ্লিসনের পাঁচ উইকেটের সুবাদে ওরচেস্টাশায়ারকে হারিয়ে প্রথম জয় পায় ল্যাঙ্কাশায়ার। এর পরেই ডেভিডের দুর্দান্ত ইনিংসে সে যে মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়, তার ক্রেডিট নিতে চলে আসে মুম্বই। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ডেভিডের দুর্দান্ত ইনিংসের ভিডিয়ো পোস্ট করে পল্টনরা ক্যাপশনে লেখে, এই স্ট্রেট শটগুলি কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। হয়তো ডেভিডকে বেশি সুযোগ না দেওয়ার আফসোসটা এমনভাবেই মেটাতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স।

বন্ধ করুন