কিছুদিন আগেই একেবারে স্রোতের প্রতিকূলে হেঁটে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্টিভ স্মিথ। অ্যাসেজে নিজের সেরাটা দেওয়ার জন্য এবং নিজেকে পুরো ফিট রাখতে প্রয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কথা জানিয়েছিলেন স্টিভ স্মিথ। এবার স্মিথের এই সিদ্ধান্তের পাশে দাঁড়ালেন তাঁর সতীর্থ টিম পেইন। স্মিথের দ্রুত আরোগ্য কামনা করছেন না তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের অধিনায়ক মনে করেন সময় নিয়েই সুস্থ হন স্মিথ। তাতে যদি টি-২০ বিশ্বকাপ নাও খেলতে হয় তাতে কিছু যায় আসেনা তাদের। তবে অ্যাসেজে স্মিথকে চান টিম পেইন। তাই এখনই স্মিথের দ্রুত আরোগ্য চান না পেইন।
আসলে বাঁ হাতের কনুইয়ের চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফর থেকে ছিটকে গিয়েছেন স্মিথ। এ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোট নিয়ে সমস্যা পুরোপুরি না মিটলে স্টিভ স্মিথ কোনও রকম ঝুঁকি নিতে রাজি নন। বরং তাঁর কাছে পুরো ফিট হয়ে অ্যাসেজে নিজের সেরাটা দিতে চাইছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে একটি সাক্ষাৎকার দেওয়ার সময়ে স্মিথ বলেছেন, ‘আমি অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে, টেস্ট ক্রিকেটই হল আমার আসল লক্ষ্য। আর অ্যাসেজ তো নিঃসন্দেহে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। শেষ কয়েক বছরে অ্যাসেজে যা পারফরম্যান্স করেছি, সেটাই ধরে রাখতে চাই।’
স্মিথের এই বক্তব্যের পরে এগিয়ে এসেছেন টিম পেইন। তিনি জানিয়েছেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই যে তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন,তা টি-টোয়েন্টি বিশ্বকাপে হোক বা অ্যাসেজ হোক। স্পষ্টতই একটি স্বার্থপরের দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে, তিনি ১০০ শতাংশ ফিট থাকলে তাঁকে আমি পছন্দ করব এবং তার অর্থ যদি সে সেই টুর্নামেন্টটি (বিশ্বকাপ) নাও খেলতে পারেন তাতে কিছু যায় আসেনা।’ পেইন আরও বলেন যে স্টিভ স্মিথ একজন পেশাদার, তিনি জানেন কোনটা ঠিক কোনটা ভুল। তিনি ঠিক সময়ে মাঠে ফিরবেন। পেইন মনে করেন স্মিথ আরও ছয় বছর বাইশ গজে খেলবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।