বাংলা নিউজ > ময়দান > WTC Final 2023: মুম্বইকর রাহানের মধ্যে এখনও জ্বালানি আছে, WTC ফাইনালের আগে বড় সার্টিফিকেট সানির

WTC Final 2023: মুম্বইকর রাহানের মধ্যে এখনও জ্বালানি আছে, WTC ফাইনালের আগে বড় সার্টিফিকেট সানির

অজিঙ্কা রাহানে ও সুনীল গাভাসকর। ছবি- পিটিআই

আইপিএলে ভালো পারফরম্যান্স করার পর ভারতীয় দলে সুযোগ পেয়েছেন অজিঙ্কা রাহানে। আর এই সুযোগকেই কাজে লাগাতে বলছেন সুনীল গাভাসকর।

সদ্য শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। এই টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্সের জন্য ফের ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন অজিঙ্কা রাহানে। আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। আর এই ফাইনাল ম্যাচের জন্য অনেকদিন পর ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রাহানে। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর মনে করেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই বড় ম্যাচে যথেষ্ট প্রভাব ফেলতে চলেছেন অজিঙ্কা।‌

খারাপ পারফরমেন্সের জন্য ভারতীয় দল থেকে বাদ পড়েন একদা দলের নির্ভরযোগ্য ব্যাটার অজিঙ্কা। তবে হাল ছাড়েনি এই মুম্বইকর। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর গত বছর ঘরোয়া মরশুমে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। এই বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও ঝলসে ওঠে তাঁর ব্যাট। আর তাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলের জন্য তাঁকে সুযোগ দেন নির্বাচকরা।

এমনিতেই চোটাঘাতের সমস্যা ভারতীয় দল। কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্তরা দলের বাইরে রয়েছেন। সেই জায়গায় ফাইনাল ম্যাচে পাঁচ নম্বরে অজিঙ্কা রাহানের খেলা প্রায় নিশ্চিন্ত। সম্প্রতি স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে সুনীল গাভাসকর রাহানেকে নিয়ে বলেন, 'ইংল্যান্ডের খেলার বিষয়ে ওর অনেক অভিজ্ঞতা রয়েছে। শুধুমাত্র খেলা নয় ওখানে রাহানে রানও করেছে। সেই জন্যই আমি মনে করি ভারতের হয়ে ৫ নম্বর পজিশনে ও খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। আমি বিশ্বাস করি নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ওর কাছে। আমি এখনও অনুভব করি যে ওর মধ্যে প্রচুর ক্রিকেট বাকি আছে। আশা করছি ও নিজের সব অভিজ্ঞতা দিয়ে এই সুযোগটা কাজে লাগাতে পারবে। নিজেকে প্রমাণ করে ফের ভারতীয় দলে জায়গা পাকা করে নিতে পারবে।‌

৩৪ বছর বয়সী এই তারকা ক্রিকেটার এখনও পর্যন্ত ৮২ টি টেস্ট ম্যাচ খেলে করেছেন ৪৯৩১ রান। রয়েছে ১২টি শতরান এবং ২৫টি অর্ধশতরান। সর্বোচ্চ করেছেন ১৮৮। রাহানে বিভিন্ন সময় বিদেশের মাটিতে গর্জে উঠেছেন। তা সে অস্ট্রেলিয়া হোক কী ইংল্যান্ড। অজিদের বিরুদ্ধে ৩৬ রানে লজ্জাজনক অলআউট হওয়ার পরের ম্যাচে তাঁর অধিনায়কত্বেই দুর্দান্তভাবে ফিরে আসে ভারতীয় দল। সেই সিরিজও জেতে ভারত রাহানের নেতৃত্বে। তবে ব্যাটে রান না থাকায় বাদ পড়তে হয় ভারতীয় দল থেকে। অবশেষে ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.