বাংলা নিউজ > ময়দান > U19 Women's WC: 'এটাই শেষ নয়, পুরুষের থেকে যেন পিছিয়ে না থাকে', বিশ্বজয়ী তিতাসের অপেক্ষায় মা

U19 Women's WC: 'এটাই শেষ নয়, পুরুষের থেকে যেন পিছিয়ে না থাকে', বিশ্বজয়ী তিতাসের অপেক্ষায় মা

তিতাস সাধু। ছবি- বিসিসিআই টুইটার 

ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলার তিতাস সাধু। ৯ মাস ধরে বাড়ির বাইরে রয়েছেন তিনি। এবার বাড়ি মেয়েকে দেখার অপেক্ষায় তাঁর মা ভ্রমর মল্লিক। 

অনূর্ধ্ব-১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শেফালি। সপ্তম ওভারে বল করতে আসেন বাংলার তিতাস সাধু। চার ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন বাংলার মেয়ে। ফাইনালে ম্যাচের সেরা হন তিনি। এই প্রথম বিশ্বকাপ ফাইনালে কোনও বাঙালি সেরা হলেন। সেই সেরা প্লেয়ারের অপেক্ষায় রয়েছেন তাঁর মা। অপেক্ষায় রয়েছে চুঁচুড়া। অপেক্ষায় পশ্চিমবঙ্গও।

রবিবার বিশ্বকে মাতিয়ে দিয়েছেন তিতাস। তবে চুঁচুড়ায় আনন্দটা যেন একটু বেশি। কারণ পাড়ার মেয়ে বিশ্বকাপ জিতেছে। তিতাসের মা ভ্রমর মল্লিক এই জয় নিয়ে বলেন, ‘প্রায় নয় মাস ধরে বাড়ির বাইরে রয়েছে তিতাস। বিশ্বকাপের জন্য কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এখন শুধু দিন গুনছি, কবে ও বাড়ি ফিরবে। কবে ওকে আবার একটু কাছে পাব।’

বিশ্বকাপের প্রস্তুতির জন্য তিতাস-সহ গোটা দলকে অনেকদিন ধরেই বাড়ির বাইরে থাকতে হয়েছে। তিল-তিল করে গড়ে তোলা স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। বিশ্বকাপ নিয়ে দেশে ফিরছে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় মহিলা দলের বোলিং ও ফিল্ডিং নজর কেড়েছে। তিতাসের মায়েরও ভালো লেগেছে তা। তিতাস-সহ গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

তিতাসদের রয়েছে পারিবারিক ব্যবসা। সারাদিনের ব্যস্ততার মধ্যেও তিতাসের খেলা নিয়ে কোনও খামতি রাখতে চান না তাঁর মা। ভ্রমর মল্লিক বলেন, ‘যখনই মেয়ে খেলে আমরা খুব উদগ্রীব হয়ে থাকি কেমন খেলছে ও। কতটা পারছে নিজের সেরাটুকু দিতে। তবে শুধু তিতাস নয়, প্রতিটি মেয়ের পারফরম্যান্সই ছিল দেখার মতো। ফলাফল কী হতে চলেছে, তা খেলার শুরু থেকেই বোঝা যাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘যখন তিতাসের সঙ্গে দেখা করতে গিয়েছি তখন শুধু তিতাস নয়, সবার সঙ্গেই দেখা হয়েছে। প্রতিবার আমাকে অবাক করেছে মেয়েদের দৃঢ় মানসিকতা। প্রত্যেকেরই লক্ষ্য স্থির ছিল। সবাই মিলে দুর্দান্ত একটা টিম এফর্ট দেখিয়েছে, যা অসাধারণ।’

তিতাসের এই সাফল্যের পর তাঁকে থেমে যেতে দেখতে চান না তিনি। তিতাসের মা বলেন, ‘আমি সবসময় ওকে যেটা বলি, আজও সেটাই বলবে। একটা জার্নি। গন্তব্য নয়। যেটা করতে চাইছ, সেখানে সেরাটুকু দাও। এগিয়ে যাও। আমাদের দেশে লিঙ্গ বৈষম্য এখনও অনেক বেশি। তাই এমনভাবে এগিয়ে যাও, যাতে একইক্ষেত্রে একজন সফল পুরুষের থেকে কোনও অংশে পিছিয়ে না থাক।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু Sunrisers Hyderabad বনাম Royal Challengers Bengaluru ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.