মানকাডিং বিতর্কের মধ্যেই শুরু হল এবারের তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার গিলিসের এন জগদীশনকে মানকাডিং করেন নেল্লাই রয়েল কিংসের বাবা অপরাজিত। তারপরেই মধ্যমা দেখান চেন্নাই সুপার কিংসের (সিএসকে) তারকা জগদীশন।
বৃহস্পতিবার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চিপক সুপার গিলি। শুরুটা সেভাবে না হলেও সঞ্জয় যাদবের ৪৭ বলে অপরাজিত ৮৭ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে নেল্লাই। ৫০ বলে ৬২ রান করেন ওপেনার এল সূর্যপ্রকাশ। মাত্র ২৭ রানে তিন উইকেট পড়ে যাওযার পর দু'জনে চতুর্থ উইকেটে ১৩৩ রান যোগ করেন।
সেই রান তাড়া করতে নেমে ভালো শুরু করে চিপক। প্রথম থেকেই মেরে খেলতে থাকেন জগদীশন। তিন ওভারে ২৯ রান উঠে যায়। চতুর্থ ওভার করতে আসেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বাবা ইন্দ্রজিতের যমজ ভাই অপরাজিত। সেই ওভারের চতুর্থ বলে নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন জগদীশন। যিনি অপরাজিতকে বল করতে আসতে দেখে ক্রিজ থেকে ক্রমশ ব্যাট নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। বল করার ঠিক আগে থমকে যান অপরাজিত। তারপর স্টাম্প ভেঙে দেন। মানকাডিংয়ের আবেদন করলে আম্পায়ার আউট দিয়ে দেন।
তবে অপরাজিত যে সময় থমকে গিয়েছিলেন, তখনও ক্রিজের মধ্যে ব্যাট ছিল জগদীশনের। সেই পরিস্থিতিতে আউট দেওয়ার সিদ্ধান্তে তুমুল ক্ষোভপ্রকাশ করতে থাকেন চেন্নাই তারকা। ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় গ্লাভস পরেই পিছন দিকে মধ্যমা দেখান। পরে গ্লাভস খুলে ক্যামেরার দিকে মধ্যমা দেখান তামিলনাড়ুর ব্যাটার। যে আচরণ নিয়েও তুমুল বিতর্ক শুরু হয়েছে। একাংশের দাবি, সেই আচরণের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন জগদীশন।