বাংলা নিউজ > ময়দান > TNPL 2022: ব্যাটে ব্যর্থ হলেও বোলিংয়েই ম্যাচ জিতিয়ে দিচ্ছিলেন শাহরুখ, ফ্লপ KKR তারকা বরুণ

TNPL 2022: ব্যাটে ব্যর্থ হলেও বোলিংয়েই ম্যাচ জিতিয়ে দিচ্ছিলেন শাহরুখ, ফ্লপ KKR তারকা বরুণ

TNPL 2022; শাহরুখ খান এবং বরুণ চক্রবর্তী। (ছবি সৌজন্যে, টুইটার @TNPremierLeague)

TNPL 2022: একেবারে ফ্লপ হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা বরুণ চক্রবর্তী। ব্যাটে রান না পেলেও ২.৫ ওভারে ১৪ রানে চার উইকেট নেন শাহরুখ খান। তবে অপর এক আইপিএল তারকা সাত বলে এক রানও করতে পারেননি।

ব্যাট হাতে রান পাননি। তবে দুর্দান্ত বোলিং করেও তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (TNPL 2022) লাইকা কোভাই কিংসকে জেতাতে পারলেন না অধিনায়ক শাহরুখ খান। রুদ্ধশ্বাস ম্যাচে এক বাকি থাকতে দু'উইকেটে জিতে গিয়েছে সিয়েচেম মাদুরাই প্যান্থার্স।

বৃহস্পতিবার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন প্যান্থার্সের অধিনায়ক এনএস চতুর্বেদ। সেই সিদ্ধান্ত প্রথম ওভারেই কাজে দেয়। তৃতীয় বলে আউট হয়ে যান কোভাইয়ের ওপেনার গঙ্গা শ্রীধর রাজু। সেই ধাক্কা সামলে ওঠার আগেই প্যাভিলিয়নে ফিরে যান আইপিএলের নয়া তারকা সাই সুদর্শন। সাত বল খেলে এক রানও করতে পারেননি তিনি। 

আরও পড়ুন: TNPL 2022: দল হারলেও ঝোড়ো ইনিংসে মুরলি বিজয় বোঝালেন, এখনও ফুরিয়ে যাননি তিনি

শেষপর্যন্ত ওপেনার সুরেশ কুমারের ৪৬ রান (২২ বলে) এবং ইউ মুকিলেশের ৫০ রানের (৩৮ বলে) সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৫১ রান তোলে কোভাই। পাঁচ বলে পাঁচ রান করেন শাহরুখ। চার ওভারে ২৮ রান দিয়ে তিনটি উইকেট পান প্যান্থার্সের রঘুপতি সিলবরাসন। দুটি করে উইকেট নেন সানি সান্ধু এবং এল কিরণ আকাশ। চার ওভারে ৩২ রান দিয়ে এক উইকেট নেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা বরুণ চক্রবর্তী।

সেই রান তাড়া করে করতে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কা খায় প্যান্থার্স। দ্বিতীয় বলে ওপেনার ভি আদিত্য এবং চতুর্থ বলে বালচান্দের অনিরুদ্ধ আউট হয়ে যান। সেইসময় প্যান্থার্সের স্কোর ছিল ০.৪ ওভারে দু'উইকেটে শূন্য রান। তারপর প্যান্থার্সের ইনিংসের হাল ধরেন অধিনায়ক চতুর্বেদ এবং ওপেনার অরুণ কার্তিক। তৃতীয় উইকেট তাঁরা ১০৫ রান যোগ করেন। 

আরও পড়ুন: TNPL 2022: 'অমার্জনীয় অপরাধ করেছি', মানকাড হয়ে 'মধ্যমা' দেখানোর পর ক্ষমা চাইলেন CSK তারকা

সেই জুটি ভাঙেন বালা সূর্য। ৩৩ বলে ৩৮ রানে আউট হন অনিরুদ্ধ। কিছুক্ষণ পরে আউট হন চতুর্বেদ। ৪৫ বলে ৭৫ রান করেন। তারপরই প্যান্থার্সের ইনিংসে কাঁপুনি ধরে যায় সেইসময় চমকে দেন শাহরুখ। চতুর্বেদ-সহ চারজনকে আউট করেন। তাঁর জন্যই হারা ম্যাচে ফিরে আসে কোভাই। যদিও শেষপর্যন্ত কোনওক্রমে দু'উইকেট জিতে যায় প্যান্থার্স। ম্যাচের সেরা নির্বাচিত হন চতুর্বেদ। ২.৫ ওভারে ১৪ রান দিয়ে চার উইকেট নেন শাহরুখ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন