ইন্ডিয়ান প্রিমিয়র লিগে যেখানে অখ্যাত তারকাদের রাতারাতি কটিপতি হয়ে যেতে দেখা অতি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে, সেখানে তামিলনাড়ু প্রিমিয়র লিগে দেখা গেল অন্য ছবি। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের থেকেও বেশি টাকায় কেউ তামিলনাড়ু প্রিমিয়র লিগের নিলামে বিক্রি হচ্ছেন, এমন কিছু দেখার কথা স্বপ্নেও ভাবা যায় না। অথচ তেমনই অবাক কাণ্ড ঘটল টিএনপিএল ২০২৩-এর নিলামে। তামিলনাড়ুর টপ অর্ডার ব্যাটসম্যান সাই সুদর্শন আইপিএলের থেকেও বেশি টাকায় বিক্রি হলেন টিএনপিএলে।
তামিলনাড়ু প্রিমিয়র লিগের প্রথম ৬টি মরশুমে ফ্র্যাঞ্চাইজিরা ড্রাফট সিস্টেমে দল গড়ে নেয়। সপ্তম আসরে এসে প্রথমবার নিলাম থেকে দল গড়ায় সুযোগ পায় তারা। নিলামের আসরে রীতিমতো টানাটানি দেখা যায় ক্রিকেটারদের নিয়ে। তবে সাই সুদর্শনকে নিয়ে যে রকম টানাহেঁচড়া দেখা যায় ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে, তা অবাক করে সকলকে। শেষমেশ ২১ লক্ষ ৬০ হাজার টাকার বিশাল মূল্যে লাইসা কোবাই কিংস দলে নেয় সুদর্শনকে।
উল্লেখযোগ্য বিষয় হল, সুদর্শন ২০২২-এর আইপিএল নিলামে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে যোগ দেন গুজরাট টাইটানসে। সার্বিকভাবে আইপিএল থেকে সুদর্শনের আয় তুলনায় বেশি হতে পারে, তবে তাঁর নূন্যতম পরিশ্রমিক এক্ষেত্রে বেশি তামিলনাড়ু প্রিমিয়র লিগেই।
সাই সুদর্শন ২০২২ আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে মাত্র ৫টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান। ১টি অর্ধশতরান-সহ ৩৬.২৫ গড়ে ১৪৫ রান করেন তিনি। স্ট্রাইক-রেট ১২৭.১৯। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৬৫ রানের।
টিএনপিএল ২০২৩-এর নিলামে অন্যান্য তারকারা কত দাম পেলেন:-
১. আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামা বরুণ চক্রবর্তীকে তামিলানড়ু প্রিমিয়র লিগের নিলাম থেকে ৬ লক্ষ ৭৫ হাজার টাকায় দলে নেয় দিন্ডিগুল ড্রাগনস।
২. আইপিএলে সানরাইজার্স হাদরাবাদে খেলা টি নটরাজনকে ৬ লক্ষ ২৫ হাজার টাকায় দলে নেয় ত্রিচি।
৩. তারকা অল-রাউন্ডার বিজয় শঙ্করকে ১০ লক্ষ ২৫ হাজার টাকায় দলে নেয় তিরুপুর।
৪. টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে ৬ লক্ষ ৭৫ হাজার টাকায় দলে নেয় মাদুরাই প্যান্থার্স।
৫. সন্দীপ ওয়ারিয়রকে ৮ কোটি ২৫ লক্ষ টাকায় নেল্লাই রয়্যাল কিংস।
৬. স্বপ্নিল সিংকে ১২ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় মাদুরাই প্যান্থার্স।
৭. সঞ্জয় যাদবকে ১৭ লক্ষ ৬০ হাজার টাকার বিনিময়ে দলে নেয় চিপক সুপার গিল্লিস।
৮. বাবা ইন্দ্রজিৎকে ৬ লক্ষ টাকায় দলে নেয় ড্রাগসন।
৯. বাবা অপরাজিতকে ১০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় চিপক সুপার গিল্লিস।
১০. সোনু যাদবকে ১৫ লক্ষ ২০ হাজার টাকার বিশাল অঙ্কে দলে নেয় নেল্লাই রয়্যাল কিংস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।