বাংলা নিউজ > ময়দান > TNPL: তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুরন্ত ছন্দে ধোনির সতীর্থ CSK -এর তরুণ ব্যাটসম্যান জগদীশান

TNPL: তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুরন্ত ছন্দে ধোনির সতীর্থ CSK -এর তরুণ ব্যাটসম্যান জগদীশান

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে চমক দেখাচ্ছেন চেন্নাই সুপার কিংসের নারায়ণ জগদীশান

গিলিসদের হয়ে নেল্লাই রয়্যাল কিংসদের বিরুদ্ধে ব্যাট হাতে অনবদ্য ফর্মে ছিলেন তিনি। ৭০ বলে ৯৫ রানের এক ঝকঝকে ইনিংসের উপহার দেন নারায়ণ জগদীশান।

শুভব্রত মুখার্জি: তামিলনাড়ুর তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান নারায়ণ জগদীশান বর্তমানে চেন্নাই সুপার কিংস দলের হয়ে আইপিএলে অংশ নিয়েছেন। সেই তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলতে। চিপক সুপার গিলিসের হয়ে খেলতে গিয়ে বর্তমানে তিনি ব্যাট হাতে বেশ ভাল ফর্মে রয়েছেন। প্রথম ম্যাচে নিজের দলকে ৪০ বলে ৫২ রানের এক ঝোড়ো ইনিংস উপহার দেন। দ্বিতীয় ম্যাচে গিলিসদের হয়ে নেল্লাই রয়্যাল কিংসদের বিরুদ্ধে ব্যাট হাতে অনবদ্য ফর্মে ছিলেন তিনি। ৭০ বলে ৯৫ রানের এক ঝকঝকে ইনিংস তিনি উপহার দেন।

জগদীশানের এই ইনিংসে ভর করে সুপার গিলিস নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান করে। জয়ের জন্য ১৬৬ রানের টার্গেট দিয়েছিল বিপক্ষ নেল্লাই ব্যাটসম্যানদের। তবে দুঃখের বিষয় প্রদোস এবং অপরাজিতের দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচে নেল্লাইয়ের কাছে গিলিসকে হার স্বীকার করতে হয়। তবে হারলেও জগদীশানের ব্যাটিং প্রশংসা পেয়েছে বিশেষজ্ঞদের। যেভাবে ঠান্ডা মাথায় তিনি একটিও স্লগ শট কার্যত না খেলেও ঝোড়ো গতিতে রান করেছেন তা দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষজ্ঞদের।

অনেকেই সোশ্যাল  মিডিয়াতে মতামত হিসেবে জানিয়েছেন এরকম ফর্মে থাকলে অদূর ভবিষ্যতে আইপিএলের মতন মঞ্চে রুতুরাজ গায়রকোয়াড় এর সাথে জগদীশানকে ওপেন করতেও দেখা যেতে পারে। অনেকে আবার অতি উৎসাহী হয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলেও সূর্যকুমার যাদবদের বদলে জগদীশানকে অন্তুর্ভুক্তির দাবি তুলেছেন। আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় জাতীয় দলে জগদিশান জায়গা পাবেন কিনা তা সময় বলবে। তবে ২০২১ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক জগদীশান তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও যে দুরন্ত ফর্মে আছেন তা বলাই বাহুল্য।

বন্ধ করুন