টোকিও অলিম্পিক্স শুরু হওয়ার আর মাত্র কয়েকটা দিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মেগা ইভেন্টে অংশগ্রহণকারী সব অ্যাথলিটরাই। এরই মধ্যে চিন্তার কালো মেঘ ভারতীয় শিবিরে। রাশিয়ায় আলি আলেভ টুর্নামেন্টের সেমিফাইনালে চোটের শিকার বজরং পুনিয়া।
এবারের অলিম্পিক্সে ভারতের হয়ে মেডেল জয়ের অন্যতম বড় দাবিদার পুনিয়া। বেশ কয়েকদিন ধরেই তিনি রাশিয়ায় নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এর দরুণ পোল্যান্ড ওপেনেও তাঁর দেখা মেলেনি। তবে কুদয়েভের বিপরীতে রাশিয়ার এক ঘরোয়া টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে চোটগ্রস্ত হন তারকা কুস্তিগীর।
বজরং প্রতিপক্ষের ডান পা লক্ষ্য করে আক্রমণ হানেন। জবাবে পাল্টা বজরংয়ের ডান পা ধরে কুদয়েভ তাঁকে টান দিলেই ঘটে বিপত্তি। ব্যাথায় কাতর ভারতীয় তারকা কুদয়েভের পিন করার আগেই হাল ছেড়ে দেন। রেফারি সঙ্গে সঙ্গে ম্যাচ থামিয়ে ফিজিওকে ডাক দেন। বজরং ম্যাচ ছাড়তে বাধ্য হন।
আঘাতপ্রাপ্ত বজরং সঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। তবে চোট পেলেও তা গুরতর নয় বলেই দাবি ভারতীয় কুস্তিগীরের কোচ শাকো বেনটিনিডিসের। তিনি জানান, ‘ওকে ব্যাথা কমানোর জন্য ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং এখন ও সুস্থ-স্বাভাবিকই রয়েছে। ওর চোট খুব একটা গুরুতর নয় এবং আশা করা যায় ও দ্রুতই চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে যাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।