আর্থিক দিক থেকে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই পৃথিবীর সবথেকে স্বচ্ছল ক্রিকেট বোর্ড এ বিষয়ে সকলেরই মোটামুটি ধারণা রয়েছে। তবে শুধুমাত্র ক্রিকেট নয়, করোনাকাল হোক বা অন্য কোন সমস্যা, দেশের সাহায্যে বারংবার এগিয়ে এসেছে বিসিসিআই। আবারও একবার দেখা গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের মানবিক মুখ।
আসন্ন অলিম্পিক্স গেমসের প্রস্তুতির জন্য ভারতীয় বোর্ডের তরফে অ্যাথলিটদের ১০ কোটি টাকার মোটা আর্থিক অনুদানের অঙ্গীকার করা হল। রবিবার (২০ জুলাই) এই মর্মেই আলোচনা সভার আয়োজন করা হয় বিসিসিআই-এর তরফে। ভার্চুয়াল সেই আলোচনা সভাতেই অ্যাথলিটদের জন্য এই সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়।
Insidesport-কে বোর্ডের সঙ্গে যুক্ত এক ব্য়ক্তি জানান, ‘অলিম্পিকগামী অ্যাথলিটদের প্রস্তুতির জন্য বিসিসিআইয়ের তরফে ১০ কোটি টাকা দেওয়া হবে। আলোচনা সভায় এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’
২০২০ সালটা ক্রীড়াপ্রেমীদের জন্য খুব একটা সুখকর হয়নি। তবে ২০২১ সালে, বিশেষত বছরের দ্বিতীয়ভাগে একের পর এক মেগা টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। বহু বাধাবিপত্তি পেরিয়ে জাপানের টোকিওতে ২৩ জুলাই থেকে ৮ অগস্ট অবধি অনুষ্ঠিত হবে এবারের অলিম্পিক্সও। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব অ্যাথলিটরাই। তবে করোনাকালে প্রচুর ব্যয়বহুল প্রস্তুতিপর্ব সারতে সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই। ভারতীয় বোর্ডের এই আর্থিক সাহায্য যে তাঁদের কিছুটা সমস্যা মিটবে, সে বিষয়ে কোন সন্দেহ নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।