শুভব্রত মুখার্জি: ভারতীয় তিরন্দাজি দল বরাবর অলিম্পিকের মঞ্চে অত্যধিক প্রত্যাশার সাথে প্রবেশ করলেও শেষমেশ তাদের শূন্য হাতেই ফিরতে হয়। আশা জাগিয়েও অতনু দাস,রাহুল বন্দোপাধ্যায়রা বছরের পর বছর অলিম্পিক্সে ভারতকে পদক এনে দিতে পারেননি। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় মহিলা তিরন্দাজির 'পোস্টার গার্ল' দীপিকা কুমারি। তবে বিশ্ব ক্রমপর্যায়ে অনেক এগিয়ে থাকলেও কলম্বিয়ার মতন দলের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে টোকিও অলিম্পিক্সের মহিলা রিকার্ভ বিভাগের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যেতে হল তাদের।
দীপিকা কুমারি, অঙ্কিতা ভগত, কোমালিকা বারির শক্তিশালী ভারতীয় দলকে স্ট্রেট সেটে হারিয়ে দিল কলম্বিয়ানরা। বলা যায় মঙ্গলবার থেকে শুরু হতে চলা বিশ্ব আর্চারি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে নামার আগে ভারতের কাছে এটি বিরাট ধাক্কা। ফলে ২০০৪ এথেন্স অলিম্পিক্সে অভিষেক হওয়ার পর থেকে প্রথমবার ভারতীয় মহিলা তিরন্দাজ দলকে পাওয়া যাবে না এই রিকার্ভ ইভেন্টে।
ফলত টোকিও গেমসে ভারতের তিরন্দাজদের মধ্যে থাকছেন চারজন পুরুষ প্রতিযোগী যারা ব্যক্তিগত ইভেন্টে অংশ নেবেন। এছাড়াও থাকছেন অতনু দাস,তরুনদীপ রাই,প্রবীন যাদবের দল। মহিলা বিভাগে ব্যক্তিগত ইভেন্টে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন দীপিকা কুমারি। প্রসঙ্গত মহিলাদের যে দলটি অলিম্পিক্স গেমসে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল তারা কয়েকদিন আগে বিশ্বকাপে ভারতের হয়ে সোনা জিতেছিল । গুয়াতেমালা সিটিতে এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। প্রসঙ্গত কাল থেকে শুরু হতে চলা আর্চারি বিশ্বকাপের তৃতীয় রাউন্ড টোকিও অলিম্পিক্সের আগে শেষ প্রতিযোগিতা হতে চলেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।