শুভব্রত মুখার্জি
নিজের জাতীয় রেকর্ড নিজের হাতে ভেঙে আসন্ন টোকিও অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করলেন ভারতীয় শট পাটার তাজিন্দর তুর। পাতিয়ালায় অনুষ্ঠিত ভারতীয় গ্রাঁপি ৪-য়ে ২১.৪৯ মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়ে অলিম্পিকের টিকিট নিশ্চিত করলেন তাজিন্দর। এই ইভেন্টে অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে গেলে তাজিন্দরকে পেরতে হত ২১.১০ মিটারের মার্ক। যা তিনি অনায়াসে অতিক্রম করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে যে জাতীয় রেকর্ড গড়েছিলেন তুর, তা পাতিয়ালায় নিজেই ভেঙে দিলেন। এর আগে তুরের জাতীয় রেকর্ড ছিল ২০.৯২ মিটার থ্রো। এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদের এই অসাধারণ পারফরম্যান্সের ফলে স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে মেডেল জয়ের প্রত্যাশার একটা আলাদা জায়গা তৈরি হয়েছে ভারতীয় সমর্থকদের মনে।
এদিন তাজিন্দর তুর ছাড়া স্প্রিন্টার দুত্যি চাঁদও জাতীয় রেকর্ড গড়েন। তবে তাঁর দুর্ভাগ্য, মাত্র .০২ সেকেন্ডের জন্য তিনি অলিম্পিকের যোগ্যতামান পার করতে পারেননি। তিনি ১০০ মিটার দৌড় শেষ করেন ১১.১৭ সেকেন্ডে। আর অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করতে তাঁকে শেষ করতে হত ১১.১৫ সেকেন্ডে। যদি ও তিনি জাতীয় রেকর্ড ১১.২১ সেকেন্ডকে এদিন ভেঙে দেন। অন্যদিকে ৪X১০০ মিটার রিলেতেও দ্যুতি চাঁদ, হিমা দাসদের টিম অলিম্পিকের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। ৪৩.০৫ সেকেন্ডে দৌড় শেষ করতে পারলে তাঁরা অলিম্পিকের টিকিট জোগাড় করতে পারতেন। সেখানে তারা দৌড় শেষ করেন ৪৩.৪২ সেকেন্ড যা জাতীয় রেকর্ড হলেও টোকিও অলিম্পিক গেমসের যোগ্যতামানের থেকে কম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।