বাংলা নিউজ > ময়দান > Tokyo Olympics: টোকিওতে কড়া বিধিনিষেধের বেড়াজালে ভারতীয় অ্যাথলিটরা, নিয়ম বৈষম্যমূলক বললেন ক্রীড়ামন্ত্রী

Tokyo Olympics: টোকিওতে কড়া বিধিনিষেধের বেড়াজালে ভারতীয় অ্যাথলিটরা, নিয়ম বৈষম্যমূলক বললেন ক্রীড়ামন্ত্রী

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু (ছবি: এএনআই)

আইওএ প্রেসিডেন্ট নারিন্দার বাত্রা এবং সেক্রেটারি জেনারেল রাজীব মেহেতা টোকিও গেমসের স্থানীয় আয়োজকদের চিঠি দিয়েছেন।

শুভব্রত মুখার্জি:  ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে টালমাটাল অবস্থা হয়ে গিয়েছিল গোটা দেশের। যে ঘটনা চোখ এড়ায়নি গোটা বিশ্বের। ফলে বেশ কিছু দেশ ভারত থেকে যাতায়াতের ক্ষেত্রে নানা বিধিনিষেধ জারি করেছিল। টোকিওতে অলিম্পিক শুরু হতে আর বেশি সময় বাকি নেই। তবে ভারতে করোনার পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত সহ কয়েকটি দেশের উপর জাপান সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত বিধিনিষেধ জারি করেছে। যার ফলে বেশ অসুবিধায় পড়তে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা তা বলাই বাহুল্য। যা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট ভারতীয় অলিম্পিক সংস্থা।

শুধুমাত্র ভারত সহ কয়েকটি দেশের ক্ষেত্রে নিয়মের এই বাড়াবাড়ির কারনে জাপান সরকারের ওপর বেজায় ক্ষুব্ধ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। ভারতের ক্ষেত্রে জাপান সরকারের তরফে যে নিয়ম জারি করা হয়েছে তার ফলে ভারতীয় অ্যাথলিট ও কর্মকর্তাদের ভারত ছাড়ার সাত দিন আগে থেকে কড়া নিয়মের বলয়ে থাকতে হবে। প্রতিটি অ্যাথলিট, কোচ এবং কর্তাকে প্রতিদিন করাতে হবে কোভিড পরীক্ষা । এখানেই রেহাই মিলছে না। জাপানে পৌঁছনোর পর ভারতীয় দলের কেউ অন্য কোন বিদেশি বা স্বদেশী কারও সঙ্গে তিন দিন দেখা করতে পারবেন না। ভারত ছাড়াও আর ও মোট ১১টি দেশ, যেখানে করোনার ডেল্টা প্রজাতির খোঁজ পাওয়া গেছিল তাদের জন্য এই নিয়মের কড়াকড়ি জারি করেছে জাপান সরকার।এরকম দেশগুলিকে জাপান সরকার কয়েকটি গ্রুপে ভাগ করেছেন।  ভারত প্রথম গ্রুপে রাখা হয়েছে। তাদের সাথে রয়েছে আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

জানা গিয়েছে ইভেন্টের মাত্র পাঁচ দিন আগে অ্যাথলিটদের গেমস ভিলেজে ঢুকতে দেওয়া হবে।ফলে তিনটে দিন ভারতীয় আ্যাথলিটদের জন্য পুরোপুরি নষ্ট হবে। ফলে এই সময় শেষ মূহুর্তের চূড়ান্ত প্রস্তুতি ব্যহত হবে। ফলে জিনিসটি ভারতীয় অ্যাথলিটদের জন্য একেবারেই ভাল হল না। যা ভারতীয় অ্যাথলিটদের বিরুদ্ধে চরম অন্যায় বলে মনে করছে আইওসি।

এই প্রসঙ্গে বলতে গিয়ে দেশের ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন 'আমরা জাপান থেকে খবর পেয়েছি আমাদের অ্যাথলিটদের জন্য আলাদা কিছু নিয়ম ধার্য করা হয়েছে। তবে অলিম্পিক চার্টার অনুযায়ী অংশগ্রহণকারী কোন দেশের বিরুদ্ধে এইভাবে বৈষম্যমূলক কোন আইন লাগু করা যায়না। এমন যদি কোন নিয়ম ভারত বা অন্য কোন দেশের জন্য আলাদা করে করা হয় তবে সেই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা, পর্যালোচনা হয়া প্রয়োজন। আমি আইওএকে বলেছি জাপানে স্থানীয় আয়োজকদের কাছে এই বিষয়ে অভিযোগ জানাতে যা ইতিমধ্যেই তারা করেছে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন