বাংলা নিউজ > ময়দান > Covid-19 নিয়ন্ত্রণে না এলেও ২০২১-এই অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক, ইঙ্গিত IOC-র

Covid-19 নিয়ন্ত্রণে না এলেও ২০২১-এই অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক, ইঙ্গিত IOC-র

কোনওভাবেই আর পিছনো হবে না টোকিও অলিম্পিক। ছবি- রয়টার্স (REUTERS)

করোনা মহামারির জন্য চলতি বছরের অলিম্পিক গেমস পিছিয়ে দেওয়া হয়েছে ২০২১-এ।

করোনা মহামারির জন্য এক বছর পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক। ২০২০-র অলিম্পিক গেমস ২০২১-এ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই সময় করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা, তা নিয়ে ঘোর সংশয়ে রয়েছে আয়োজকরাই। এই অবস্থায় টোকিও গেমসের ভবিষ্যৎ ঘিরে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা কিছুটা কেটে গেল আইওসির ঘোষণায়। 

আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক বা না আসুক, তাতে টোকিও গেমস আর পিছনো হবে না কোনওভাবেই। অর্থাৎ, করোনা থাক বা না থাক, টোকিও গেসম অনুষ্ঠিত হবে পরিবর্তিত সূচি অনুযায়ী।

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট জন কোটস সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘করোনা থাক বা না থাক, টোকিও গেমস আয়োজিত হবেই। আগামী বছর ২৩ জুলাই গেসম শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘অলিম্পিক গেমস সুনামির পরে পুনর্গঠনের ছবি তুলে ধরত। এখন অলিম্পিক গেমস করোনা জয় করার বার্তা দেবে। অন্ধকার সুড়ঙ্গের শেষে আশার আলো হয়ে দেখা দেবে অলিম্পিক।’

কিছুদিন আগেই আয়োজক কমিটির তরফে স্পষ্ট জানানো হয়েছিল, নির্ধারিত সময়ে করোনা ভ্যাকসিন আবিষ্কৃত না হলে অলিম্পিক আয়োজন করা কঠিন হয়ে দাঁড়াবে। যদিও আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, ২০২১-এর পর আর অলিম্পিক গেমস পিছিয়ে দেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। করোনা মহামারির জন্যই তা পিছিয়ে দেওয়া হয়েছে ২০২১ সালে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.