বাংলা নিউজ > ময়দান > 'FIFA ও UEFA-এর হাতে কাঠের পুতুল ফুটবলাররা'

'FIFA ও UEFA-এর হাতে কাঠের পুতুল ফুটবলাররা'

টনি ক্রুস (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

ক্ষুব্ধ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। 

শুভব্রত মুখার্জি

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এবং ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। অভিযোগ তুললেন যারপরনাই ক্ষুব্ধ জার্মান তারকা ফুটবলার টনি ক্রুস।

ফুটবলারদেরকে উয়েফা ও ফিফা কাঠের 'পুতুল' হিসেবে ব্যবহার করছে বলে মত জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের। তাঁর বক্তব্য, উয়েফা নেশনস লিগ কিংবা সম্ভাব্য নতুন ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে আলোচনার ক্ষেত্রে ফুটবলারদের কোনও ক্ষমতা নেই। রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার মনে করেন, প্রত্যেক ফুটবলারকে শারীরিকভাবে ব্যবহারের মাধ্যমে আরও অর্থ আয় করার লক্ষ্যেই এই সব টুর্নামেন্ট করছে ফিফা বা উয়েফার মতো সংস্থা। যখন ইচ্ছে হচ্ছে একটা করে নতুন টুর্নামেন্ট ঘোষণা করে দেওয়া হচ্ছে অধিক অর্থ উপার্জনের জন্য। ফলে ফুটবলাররা প্রয়োজনীয় বিশ্রাম দিতে পারছেন না তাঁদের শরীরকে।

ক্রুস বলেন, 'দিনের শেষে উয়েফা ও ফিফার নতুন এই উদ্যোগের ফলে খেলার পুতুল হয়েই থেকে যাচ্ছেন ফুটবলাররা।' ২০১৪ সালের বিশ্বকাপজয়ী ক্রুস মনে করেন. ফুটব়লারদের আরও বলার সুযোগ দরকার। তারা যেন এটা বলার ক্ষমতা রাখেন যে নেশনস লিগ খেলবেন না, অংশ নেবেন না সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপে, কিংবা ২০ বা ততোধিক ক্লাবের অংশগ্রহণে নয়া ক্লাব বিশ্বকাপে খেলতে চাইবেন না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন