ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার ইয়ান বিশপ, যিনি নিজেও একাধিক পিঠের চোটে জেরবার হয়েছেন, তিনি দাবি করেছেন, জসপ্রীত বুমরাহ কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা তিনি বেশ বুঝতে পারছেন। গত মাসে ২৯ বছরের তারকার নিউজিল্যান্ডে একটি অস্ত্রোপচার হয়েছিল। চোটের কারণে প্রায় ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২২ গজের বাইরে রয়েছেন বুমরাহ।
ইয়ান বিশপ ৪৩টি টেস্ট এবং ৮৪টি ওয়ানডে খেলেছেন। তবে চোট না থাকলে তিনি আরও বেশি ম্যাচ খেলতে পারতেন। বিশপ মনে করেন যে, বুমরাহ তাঁর ক্যারিয়ারের এই পর্যায়ে নিজের অ্যাকশন আর পাল্টাতে পারবেন না। কারণ তিনি অনেকটা দেরী করে ফেলেছেন। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ‘যে কোনও ফাস্ট বোলার সারা বছর সব ফর্ম্যাটে খেলবে, আবার তাঁর পেস ধরে রাখতে পারবে, এটা খুব বেশি চাহিদা। স্প্রিন্ট আপ-ডাউন করা, হ্যামস্ট্রিং এবং ওয়ার্কলোড নেওয়া- সবটাই ঠিক ভাবে পরিচালিত করতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি না, এর কোনও নির্দিষ্ট একটি পথ রয়েছে (কাজের চাপ সামলানোর জন্য)। কারণ আমরা এটা বুঝব না যে, ক্রীড়াবিদদের মন এবং শরীর কী চাইছে। এই সিদ্ধান্তটি ওর নিজের হবে। সেই সঙ্গে প্রশাসকদের এই বিষয়টা দেখতে হবে। গভর্নিং বডিগুলির জন্য একটি পরামর্শ, প্রতিটি টুর্নামেন্টে এই সব ছেলেদের (বুমরাহ এবং কোং) খেলানো ঠিক হচ্ছে না।’
ত্রিনিদাদের ৫৫ বছরের তারকা শুধু বুমরাহের ভবিষ্যত নিয়েই চিন্তিত নন, তিনি জোফ্রা আর্চার, এনরিখ নরকিয়া এবং শাহিন আফ্রিদির মতো প্লেয়ার, যাঁরা চোটের সঙ্গে লড়াই করেছেন তাদের জন্যও সমান ভাবে চিন্তিত। তাঁর মতে, ‘এত বেশি ক্রিকেট হচ্ছে যে, প্লেয়ারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলি বেছে নিতে হবে। একজন খেলোয়াড়কে দেখতে হবে, কী ভাবে তার আর্থিক ভবিষ্যত সুরক্ষিত করতে পারে এবং একই সঙ্গে তার ক্রিকেটের উত্তরাধিকার সুরক্ষিত করতে পারে, পাশাপাশি নিজের দেশকে সাহায্য করার জন্য যথেষ্ট খেলতেও পারে।’
২০২০ সালে কিংবদন্তি মাইকেল হোল্ডিং কিন্তু বুমরাহের বেশি দিন খেলতে পারা প্রসঙ্গে সন্দেহ প্রকাশ করেছিলেন। কারণ বুমরাহ একটি ছোট রান আপ এবং একটি অনন্য অ্যাকশনের সঙ্গে বিশাল পরিমাণ গতি তৈরি করেন। যেটা তাঁর চোটের কারণ হয়ে উঠছে।
অ্যাকশন পরিবর্তন নিয়ে বিশপ আবার অন্য কথা বলেছেন। তাঁর দাবি, ‘প্রত্যেকেরই একটি নিজস্ব প্রক্রিয়া রয়েছে, কী ভাবে তারা বল করবে। এবং জসপ্রীত অন্যদের চেয়ে একেবারে আলাদা। তাই আমি মনে করি, ও শারীরিক ভাবে উপহার হিসেবে যে আশীর্বাদ পেয়েছে, সেগুলি ঠিকঠাক ব্যবহার করতে পেরেছে এবং আরও ঘষামাজা করে আরও ক্ষুরধার হয়ে উঠেছে।’
আরও পড়ুন: শিশিরের জন্য নিজে থেকে বল বদলালেন আম্পায়াররা, সব ম্যাচে করবেন তো, প্রশ্ন অশ্বিনের
তিনি আরও যোগ করেছেন, ‘এটি খুবই কঠিন কাজ। আপনি কী ভাবে পরিবর্তন করবেন (অ্যাকশন)? মাইকি (হোল্ডিং) আমার কাছে একজন পিতার মতো এবং আমি জানি যে, মার্ক উডের সঙ্গেও ওর সংক্ষিপ্ত রান আপের বদলে, লম্বা রান আপের বিষয়ে কথা হয়েছে। ভার লাঘব করার জন্য। এবং এটা মার্ক উডকে সাহায্যও করেছে।’
বিশপের মতে, ‘তবে জসপ্রীত বুমরাহকে ওর নিজের উপায় খুঁজে বের করতে হবে। আমি মনে করি না যে, ওর অ্যাকশন পরিবর্তন করাটা সহজ বিষয় হবে। কারণ আমি এটি করার চেষ্টা করেছিলাম এবং এটি সম্পূর্ণ ভাবে তালগোল পাকিয়ে ফেলেছিলাম। ও এখন ২১ বা ২২ বছরের নয়। ওর ক্যারিয়ারের অনেকটা সময় পার হয়ে গিয়েছে। এবং এত দিন যা করেছে, তার উল্লেখযোগ্য পরিবর্তন করা কঠিন। ওর প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছি। ওর বোলিং দেখতে আমি ভালোবাসি।’
বিশপ চান যে, ভারতীয় স্পিডস্টার তাঁর মতো করে ২২ গজে ফিরুন। তবে সতর্ক থাকতে হবে। কারণ ফাস্ট বোলারের জন্য প্রত্যাবর্তন করাটা কখনও-ই সহজ হয় না। তিনি বলেছেন, ‘জসপ্রীত চোট সারিয়ে কী ভাবে মাঠে ফিরবে, সে ব্যাপারে সে ব্যাপারে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই। আমি একটা কথাই বলতে পারি, ওর একটু বেশি সাবধানে থাকা উচিত। চিকিৎসকেরা যে সময়ে মাঠে ফিরতে বলছেন, তার চেয়ে আরও একটু বেশি সময় নিতে পারে জসপ্রীত। ও যখন শারীরিক ও মানসিক ভাবে নিজেকে পুরোপুরি ফিট মনে করবে, তখনই মাঠে ফেরা উচিত। কখনও তাড়াহুড়ো করা উচিত নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।