শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক সময়ে টেবল টেনিসে বেশ উন্নতি ঘটিয়েছে ভারত। আন্তর্জাতিক স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জিতেছেন ভারতীয় প্যাডলার। পুরুষ বিভাগে অচিন্ত্য শরথ কমল, মহিলা বিভাগে মনিকা বাত্রা, ঐহিকা মুখার্জিরা সাম্প্রতিক সময়ে তাঁদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে সকলের নজর কেড়েছেন। সম্প্রতি ভারতীয় টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা বিশ্ব ক্রমপর্যায়ে দুই নম্বরে থাকা চিনের প্যাডলার ওয়াঙ্গ মানুকে হারিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন। সৌদি স্ম্যাশ টুর্নামেন্টে স্বপ্নের ফর্মে খেলেছেন বাত্রা। শিরোপা জিততে না পারলেও তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। সেই মনিকা বাত্রাই এবার বড় দাবি জানিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, বিশ্বের সেরা ক্রীড়িবিদরা (প্যাডলাররা) ভারতীয়দের মুখোমুখি হলে এখন দুই বার ভাবে!
আরও পড়ুন: ঘরোয়া মরশুমে বড় পরিবতর্ন আনতে চলেছে BCCI, সিএকে নাইডু-তে উঠে যাচ্ছে টস, রঞ্জি ট্রফি হবে দুই পর্বে
প্রসঙ্গত সৌদি স্ম্যাশে রাউন্ড অফ ৩২-এ মনিকা বাত্রা হারান বিশ্ব ক্রমতালিকায় দুই নম্বরে থাকা চিনের প্যাডলার ওয়াঙ্গ মানুকে। এর পরের রাউন্ডে তিনি তাঁর পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখেন। হারিয়ে দেন বিশ্ব ক্রমতালিকায় ১৪ নম্বরে থাকা নিনা মিট্টেলহ্যামকে। তবে জেড্ডার টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে হেরে যান মনিকা। ২৮ বছর বয়সী প্যাডলার তাঁর দুরন্ত পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়েছেন। তাঁর যা পারফরম্যান্স তাতে শীঘ্রই তিনি বিশ্ব ক্রমতালিকায় প্রথম ২৪-এ চলে আসবেন বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: RCB ম্যাচে পন্ত নেই, DC-কে নেতৃত্ব দেবেন কে? তারকা অলরাউন্ডারের নাম ঘোষণা করলেন পন্টিং
তাঁর সাম্প্রতিক দুরন্ত পারফরম্যান্সের পরে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মনিকা বাত্রা বলেছেন, ‘আমি আমার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে এটা বলতে পারি যে, অন্যান্য দেশ তথা বিশ্বের সেরা ক্রীড়াবিদরা (প্যাডলার) ভারতীয়দের বিরুদ্ধে খেলার আগে এখন দুই বার ভাবে। টেবল টেনিসে ভারত খুব উন্নতি করেছে। পাশাপাশি এই মুহূর্তে টিটিতে একটা নবজাগরণ চলছে। বিশ্ব ক্রমতালিকায় দুই নম্বরে থাকা প্যাডলারকে বিশেষ করে একজন চাইনিজ টিটি খেলোয়াড়কে হারানো মোটেও কম বিষয় নয়। তাও এমন একটা সময়ে যখন তাদের অলিম্পিক গেমসের দল চূড়ান্ত হয়ে গিয়েছে। তারা নিজের সেরাটা নিংড়ে দিচ্ছে। আমার কাছে এই জয়টা অত্যন্ত বড় একটা জয়। কারণ চিনের খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে সবাই কম বেশি ভয় পায়। আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করতে কঠোর পরিশ্রম করছি। ওয়াঙ্গের বিরুদ্ধে আমি নিজেকে নিজের শক্তির জায়গার উপর মনোনিবেশ করতে বলছিলাম। প্রতিটি পয়েন্টের জন্য আমি লড়াই করেছি। আমি জানতাম, এই জয়টা সম্ভব।তাই নিজের ১০০ শতাংশের থেকেও বেশিটা নিংড়ে দিয়েছিলাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।