ঘরের মাঠে ভারত যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। নতুন বছরের গোড়াতেই টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এ বার তারা ওডিআই সিরিজে হারাল নিউজিল্যান্ডকেও। এক ম্যাচ বাকি থাকতেই ২-০ সিরিজ পকেটে পুড়েছে ভারত। আর এর পরেই পুরো পাল্টি খেয়ে ভারতের প্রসংশায় পঞ্চমুখ হলেন পাকিস্তানের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা। বলে দিলেন, ভারতকে ঘরের মাঠে হারানো কঠিন। পাকিস্তানের ভারতকে দেখে শেখা উচিত।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন এশিয়া কাপ নিয়ে বিসিসিআই-এর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে ঝামেলায় জড়িয়েছিলেন। যা নিয়ে তীব্র চাপানউতোর চলেছিল। পদ থেকে ছিটকে যেতেই রামিজ রাজার গলায় ভারতকে নিয়ে প্রশংসার সুর।
আরও পড়ুন: আইপ্যাড, পাসপোর্ট, সব ভুলে যায়- ভুলাক্কার রোহিতের গল্প ৫ বছর আগেই করেছিলেন কোহলি
শনিবার রায়পুরে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাস্ত করে ভারত। বোলারদের দাপটে ১০৮ রানে গুটিয়ে গিয়েছিল কিউয়িদের ইনিংস। জয়ের জন্য ১০৯ রান তাড়া করতে নেমে মাত্র ২০.১ ওভারেই এই রান তুলে নেয় টিম ইন্ডিয়া। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে ভারত ১৯টি ওডিআইয়ের মধ্যে ১৫টি ওডিআই জিতেছে ঘরের মাঠে। টিম ইন্ডিয়া ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে ওডিআই সিরিজে পরাস্ত করেছে।
রামিজ রাজা তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘ভারতকে তাদের ঘরের মাঠে হারানো কঠিন। পাকিস্তান সহ উপমহাদেশীয় দলগুলোর এটা শেখা উচিত। পাকিস্তানের ক্ষমতা রয়েছে, কিন্তু ঘরের মাঠে ওদের পারফরম্যান্স ভারতের মতো ভালো নয়। বিশ্বকাপে ভারতের কাছে এটা খুব বড় ব্যাপার।’
আরও পড়ুন: ভিডিয়ো- কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জয়ের পর দ্রাবিড়ের আগ্রাসন, দেখলে অবাক হবেন
ভারতীয় দলের প্রশংসা করার পাশাপাশি শুভমান গিলেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রামিজ। ২৩ বছরের তারকা দুরন্ত ছন্দে রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওডিআই-এ সেঞ্চুরি করার পর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই-এ দ্বিশতরান করেছেন। রায়পুরে আবার অপরাজিত ৪০ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। রামিজ রাজা বলেছেন, ‘শুভমান গিলকে মিনি রোহিত শর্মা মনে হচ্ছে। ওর হাতে সময় আছে এবং ওকে ভালো দেখাচ্ছে। ওর মধ্যে ক্ষমতা রয়েছে। আগ্রাসী মনোভাব রয়েছে।’
প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট দল আবার সম্প্রতি ঘরের মাঠে হতাশাজনক পারফরম্যান্স করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ হারে। ইংল্যান্ডের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হয়। পরাস্ত হয় বাবর আজমের নেতৃত্বাধীন দল। টেস্ট ম্যাচেও জিততে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজও হারে পাকিস্তান।