শুভব্রত মুখার্জি
গত বারে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মাটিতেই বসেছে চলতি টি-২০ বিশ্বকাপের আসর। আয়োজক দেশ হওয়া সত্ত্বেও গত বারের চ্যাম্পিয়নরা সুপার- ১২ পর্যায় থেকে ছিটকে গিয়েছে। নিজেদের দেশে বিশ্বকাপ হওয়া সত্ত্বেও তাদের এই ভাবে ছিটকে যাওয়ার ফলে হতাশ অজি সমর্থকেরা। পাশাপাশি তাদের টি-২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। অস্ট্রেলিয়ার পরবর্তী লক্ষ্য ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ। ২০২৩ সালে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আর সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে তারা। দলে প্রত্যাবর্তন ঘটেছে বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটার ট্রাভিস হেডের।
আরও পড়ুন: কোহলি-সূর্যকে নিয়েই সবচেয়ে চাপে ইংল্যান্ড শিবির- বুঝিয়ে দিলেন স্টোকস
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের দলও ঘোষণা করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। উল্লেখ্য, বিশ্বকাপের আগেই ওয়ানডে দল থেকে অবসর নিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। এ বার তাঁর জায়গাতেই অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন ট্রাভিস হেড। সম্প্রতি সন্তানের পিতা হয়েছেন ট্রাভিস হেড। সেই কারণে জিম্বাবোয়ে এবং নিউজিল্যান্ড সিরিজে খেলা হয়নি তাঁর। চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে চার দিন পরেই শুরু হবে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড সিরিজ। ১৭ নভেম্বর খেলা হবে প্রথম ওয়ানডে ম্যাচ।
আরও পড়ুন: বাটলারদের উপর রাজত্ব করার আগে ‘ব্রিটিশ রাজে’ নৈশভোজ রোহিতদের
এই সিরিজের মধ্যে দিয়েই অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হবে প্যাট কামিন্সের। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৩০ নভেম্বর পার্থে খেলা হবে প্রথম টেস্ট। কাউন্টি ক্রিকেট এবং শেফিল্ড শিল্ডে ভালো পারফরম্যান্স করার পর, অস্ট্রেলিয়ার টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটেছে মার্কাস হ্যারিসের।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক দুই সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস ল্যাবুশান, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোযইনিস, ডেভিড ওয়ার্নার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জস হ্যাজেলউড, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশান, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার,নাথান লিয়ঁ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।