মাদ্রিদ ওপেনের শিরোপা জিতে ইতিহাস গড়লেন তিউনিসিয়ার মহিলা টেনিস তারকা ওন্স জাবেউর। মাদ্রিদ ওপেনের ফাইনালে আমেরিকান জেসিকা পেগুলার বিরুদ্ধে জিতলেন। খেলার ফল ৭-৫, ০-৬,৬-২। এ দিনের জয়ের পর WTA1000 শিরোপা জিতে প্রথম আরব বা আফ্রিকান খেলোয়াড় হিসাবে ওন্স জাবেউর টেনিসের জগতে ইতিহাস গড়লেন। ২৭ বছর বয়সী তিউনিসিয়ান তারকার এটা হল দ্বিতীয় ডব্লিউটিএ ট্রফি। এদিনের জয়ের ফলে সোমবার বিশ্বের সাত নম্বরে তার কেরিয়ারের উচ্চ র্যাঙ্কিংয়ে ফিরতে চলেছেন ওন্স জাবেউর।
পুরুষ কিমবা মহিলা, জাবেউর হলেন প্রথম আরব খেলোয়াড়, যিনি শীর্ষ দশ-এ জায়গা করে নিয়েছেন। জাবেউর এই মরশুমে এখন পর্যন্ত ক্লে কোর্টে ১২টি জয় পেয়েছেন। ২০২২ সালে সামগ্রিকভাবে এখনও পর্যন্ত ২০টি জয় পেয়েছেন। মাদ্রিদ ওপেন জেতার পরে জাবেউর বলেছেন,‘সত্যি বলতে আমি এখনও এটা বিশ্বাস করতে পারছি না। সেমিফাইনালের ঠিক পরেই গত কয়েকদিনে আমি আবেগের রোলার কোস্টারের মধ্য দিয়ে গিয়েছিলাম। আমি সত্যিই চাপে ছিলাম এবং চাপ মুক্ত হয়ে ভাল ভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম।’
জাবেউর আরও বলেন, ‘আমি সত্যিই আবার হতাশ হতে চাইনি। আমি ভেবেছিলাম আমার হৃদয় আজ আমার বুক থেকে বেরিয়ে যাচ্ছে। আমি খুব খুশি এবং বুঝতে চেষ্টা করছি যে আমি আজ সত্যিই জিতেছি।’ক্লে কোর্টে ম্যাচ জয় নিয়ে জাবেউর বলেন,‘অবশ্যই আমি ক্লে কোর্টে যে সমস্ত ম্যাচ জিতেছি সেগুলি আমাকে অনেক আত্মবিশ্বাস দেবে। আমি রোমে যতটা সম্ভব (র্যাঙ্কিং) পয়েন্ট নেওয়ার চেষ্টা করব। আমি জানি আমি গত বছর খেলিনি,তাই এটা আমার জন্য অতিরিক্ত পয়েন্ট।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।