দুর্দান্ত কামব্যাক উসমান খোয়াজার। ট্রেভিস হেড করোনা আক্রান্ত হয়ে ছিটকে যাওয়ায় সিডনি টেস্টে মাঠে নামার সুযোগ পেয়ে যান খোয়াজা। পড়ে পাওয়া সুযোগটাকে যে এভাবে কাজে লাগাবেন অজি তারকা, তা আগে থেকে অনুমান করা কারও পক্ষেই সম্ভব ছিল না।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি ১৩৭ রান করে আউট হন খোয়াজা। এবার দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত থাকেন ১০১ রানের অনবদ্য ইনিংস খেলে। অ্যসেজের একই টেস্টে জোড়া শতরানকারী ক্রিকেটারদের এলিট ক্লাবে জায়গা করে নিলেন উসমান।
খোয়াজার ছাড়া অজি ক্রিকেটারদের মধ্যে এমন নজির রয়েছে স্টিভ স্মিথ, ম্যাথিউ হেডেন, স্টিভ ওয়া, আর্থার মরিস ও ওয়ারেন বার্ডসলির।
অ্যাসেজের একই টেস্টে জোড়া শতরানকারী অজিরা:-
১. ওয়ারেন বার্ডসলি: ১৩৬ ও ১৩০ (ওভাল, ১৯০৯)।
২. আর্থার মরিস: ১২২ ও অপরাজিত ১২৪ (অ্যাডিলেড, ১৯৪৭)।
৩. স্টিভ ওয়া: ১০৮ ও ১১৬ (ওল্ড ট্র্যাফোর্ড, ১৯৯৭)।
৪. ম্যাথিউ হেডেন: ১৯৭ ও ১০৩ (গাব্বা, ২০০২)।
৫. স্টিভ স্মিথ: ১৪৪ ও ১৪২ (এজবাস্টন, ২০১৯)।
৬. উসমান খোয়াজা: ১৩৭ ও অপরাজিত ১০১ (সিডনি, ২০২২)।