বাংলা নিউজ > ময়দান > একটু হলে ক্যাচ ধরেই নিচ্ছিলেন অম্পায়ার, ধর্মসেনার কাণ্ড দেখে মজাদার প্রতিক্রিয়া ক্রিকেটপ্রেমীদের

একটু হলে ক্যাচ ধরেই নিচ্ছিলেন অম্পায়ার, ধর্মসেনার কাণ্ড দেখে মজাদার প্রতিক্রিয়া ক্রিকেটপ্রেমীদের

ট্রেভিস হেডের শটে ক্যাচ ধরতে চাওয়ার ভঙ্গিমায় আম্পায়ার কুমার ধর্মসেনা। ছবি- টুইটার।

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে বাড়তি মশলা যোগ করেন প্রাক্তন ক্রিকেটার তথা আইসিসি এলিট প্যানেল আম্পায়ার কুমার ধর্মসেনা।

আর একটু হলে ক্যাচ ধরেই নিচ্ছিলেন আম্পায়ার। কলম্বোয় শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে এমনই মজাদার ঘটনা ঘটে। ক্রিকেট অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়ায় এমন ঘটনার ছবি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। ক্রিকেটপ্রেমীদের প্রতিক্রিয়াও চোখে পড়ে বিস্তর। রাসেল আর্নল্ডের মতো শ্রীলঙ্কার প্রাক্তন তারকাও এক্ষেত্রে প্রতিক্রিয়া জানান সোশ্যাল মিডিয়ায়।

আসলে ম্যাচে একবার অজি তারকা ট্রেভিস হেড স্কোয়ার লেগে শট খেললে বল উড়ে যায় স্কোয়ার লেগ আম্পায়ারের দিকে। এক্ষেত্রে সব অম্পায়াররাই বলের নাগাল এড়িয়ে যান। তবে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তথা আইসিসি এলিট প্যানেল আম্পায়ার ধর্মসেনা একটু মশলা যোগ করেন এক্ষেত্রে। ফিল্ডারদের মতোই ক্যাচ ধররার ভঙ্গিমায় দু'হাত সামনে নিয়ে আসেন তিনি।

যদিও ধর্মসেনা বল ধরেননি বা ক্যাচ ধরার যর্থাথ চেষ্টাও করেননি। ক্রিকেট অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়ায় এমন ছবি পোস্ট করার পরে ক্রিকেটপ্রেমীদের কেউ কেউ মন্তব্য করেন যে, ধর্মসেনা হয়ত ভুলে গিয়েছিলেন তিনি এখন আর শ্রীলঙ্কার ক্রিকেটার নন।

অনেকের দাবি, কুমার নিজের খেলোয়াড় জীবনের দিনগুলিকে মিস করছেন। কেউ আবার কমেন্ট করেন যে, এক মুহূর্তের জন্য ব্যাটসম্যানের প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল নিশ্চিত। আর্নন্ড হাসিতে ফেটে পড়ার ইমোজি পোস্ট করেন প্রতিক্রিয়ায়।

উল্লেখ্য, কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৯১ রান তোলে। ফিঞ্চ ৬২, হেড অপরাজিত ৭০ ও ক্যারি ৪৯ রান করেন। ম্যাক্সওয়েল ১৮ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শ্রীলঙ্কার হয়ে ৩টি উইকেট নেন বন্দরসে।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৮.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৯২ রান তুলে ম্যাচ জিতে যায়। দুর্দান্ত শতরান করেন পাথুম নিশঙ্কা। ওপেন করতে নেমে তিনি ১৩৭ রান করে আউট হন। ১১টি চার ও ২টি ছক্কা মারেন নিশঙ্কা। কুশল মেন্ডিস করেন ৮৭ রান। ৬ উইকেটে জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাংলায় আরও ৫ টি পকসো বিশেষ আদালত, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত সরকারের ‘ওর বাবা…..’, পরিবার তুলে 'মার্ক্সবাদী' কমলাকে আক্রমণ ট্রাম্পের! উড়ে এল পাটকেলও ‘ছেলেকে MBBSএ ভর্তি করিয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস’ কেমোথেরাপির মধ্যেই মিউকোসাইটিস-এ আক্রান্ত হিনা খান, কী এই রোগ ভেজা কাক, ত্রিপলে মাথা ঢাকা ডাক্তারদের! আরজি কর নিয়ে কীভাবে করবেন সাহায্য, জানুন ‘আমি ভেবেছিলাম, তোমাকে ফোন করব!’ কিংয়ের মুখে অভিষেক-বন্দনা অনন্ত চতুর্দশীতে করুন এই সহজ কাজ, সব সমস্যা থেকে মিলবে মুক্তি AFG vs NZ Test: বৃষ্টির কারণে ভেস্তে গেল তৃতীয় দিনের ম্যাচ! এখনও টস করা গেল না CJI চন্দ্রচূড়ের নামে গুজব ছড়ানোয় কড়া ব্যবস্থা পুলিশের! কেস দিল ১ জনকে, কাকে? রাত দখলের নামে অধ্যক্ষকে ঘেরাও, স্থগিত উত্তরবঙ্গ মেডিক্যালে বহিষ্কারের সিদ্ধান্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.