ব্রাজিলে কোপার আয়োজন নিয়ে এমনিতেই সরব গোটা দেশ। করোনা পরিস্থিতিতে কেউই বিষয়টি ভাল ভাবে নিচ্ছে না। তার মধ্যে আবার কোপায় অংশগ্রহণকারী দলগুলি থেকে একের পর এক করোনায় আক্রান্ত হওয়ার খবর বাইরে আসছে। ভেনিজুয়েলা এবং বলিভিয়ার পর এ বার কলম্বিয়া শিবিরেও করোনা হানা দিয়েছে।
রবিবার রাতেই জানা গিয়েছে, কলম্বিয়া দলের দুই সদস্য কোভিডে আক্রান্ত হয়েছে। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে দলের বাকি সদস্যরা। যদিও এর পরেও কোপার ম্যাচ সূচি অনুযায়ীই খেলতে নেমেছে কলম্বিয়া। এবং সেই ম্যাচ তারা ইকুয়েডরকে ১-০ হারিয়েওছে।
করোনা বিধ্বস্ত ব্রাজিলে কোপার আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের সাধারণ মানুষই। এর মধ্যে রাজনীতি রয়েছে বলে, তাঁরা দাবি করেছেন। আর তাঁদের এই দাবি যে ঠিক, সেটা দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিবৃতিতে আরও পরিষ্কার হয়ে গিয়েছে। আসলে ব্রাজিলে কোপার আয়োজন নিয়ে কনমেবলকে তীব্র সমালোচনার মুথে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে কনমেবলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, তারা জোর করে শেষ মুহূর্তে ব্রাজিলের উপর কোপার আয়াজনের দায়িত্ব চাপিয়ে দেয়নি।
কনমেবল এই বিবৃতি দেওয়ার পরেই ব্রাজিলের অনেকেই দাবি করেছেন, আসলে প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো কোনও রাজনৈতিক স্বার্থেই করোনার ভয়ঙ্কর পরিস্থিতিতেও তাঁদের দেশে কোপার আসর বসিয়েছেন। আর এতে ব্রাজিল জুড়ে ক্ষোভের আগুন আরও বেড়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।