বাংলা নিউজ > ময়দান > U19 Asia Cup Final: শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
চ্যাম্পিয়ন ভারত। ছবি- এসিসি।

U19 Asia Cup Final: শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ফাইনালে ৬৩ বল বাকি থাকতে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে দেয় অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল।

গ্রুপ লিগে পাকিস্তানের কাছে হারতে হলেও সেই ধাক্কা সামলে ভারতের যুব ক্রিকেট দল চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নেয়। পরে শেষ চারে বাংলাদেশকে পরাজিত করে খেতাবি লড়াইয়ের টিকিট অর্জন করে ভারত। ফাইনালে শ্রীলঙ্কার যুব দলকে কার্যত উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খেতাব ধরে রাথে ভারতীয় দল।

31 Dec 2021, 06:17:12 PM IST

আট নম্বর খেতাব ভারতের

এই নিয়ে মোট ৯টি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর বসে। ভারত চ্যাম্পিয়ন হয় ৮ বার। ২০১৭ সালে একবার মাত্র এই টুর্নামেন্ট জিতেছে আফগানিস্তান। যদিও ভারত ২০১২ সালে পাকিস্তানের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়। উল্লেখযোগ্য বিষয় হল, ভারত এই নিয়ে মোট ৫ বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে।

31 Dec 2021, 06:14:14 PM IST

চ্যাম্পিয়ন ভারত

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩৮ ওভারে কমে দাঁড়ানো ম্যাচে ৯ উইকেটের বিনিময়ে ১০৬ রান তোলে। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০২ রানের। ভারত ২১.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬৩ বল বাকি থাকতে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে পরাজিত করে ভারত অষ্টমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খেতাব ঘরে তোলে। অংকৃষ রঘুবংশী ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে ৩১ রান করে নট-আউট থাকেন শেক রশিদ।

31 Dec 2021, 06:06:24 PM IST

হাফ-সেঞ্চুরি অংকৃষের

৬টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অংকৃষ রঘুবংশী। ভারত ২১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৯৮ রান তুলেছে। জয়ের জন্য তাদের দরকার ৪ রান। অংকৃষ ৫০ ও রশিদ ৩১ রানে অপরাজিত রয়েছেন।

31 Dec 2021, 06:03:56 PM IST

২০ ওভারে ভারত ৯০/১

২০ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলেছে। অংকৃষ ৪৮ রানে অপরাজিত রয়েছেন। ২৫ রানে ব্যাট করছেন রশিদ। জয়ের জন্য ভারতের দরকার আর মাত্র ১২ রান।

31 Dec 2021, 05:57:22 PM IST

১৮ ওভারে ভারত ৮৩/১

১৮ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৮৩ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য ভারতীয় দলের প্রয়োজন আর মাত্র ১৯ রান।

31 Dec 2021, 05:51:28 PM IST

১৬ ওভারে ভারত ৭৩/১

জয়ের আরও কাছে ভারত। ১৬ ওভার শেষে তারা ১ উইকেটের বিনিময়ে ৭৩ রান তুলেছে। সুতরাং জিততে আর মাত্র ২৯ রান প্রয়োজন ভারতের। ৩৬ রান করেছেন অংকৃষ। ২০ রান করেছেন রশিদ।

31 Dec 2021, 05:46:35 PM IST

১৫ ওভারে ভারত ৬২/১

১৫ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৬২ রান তুলেছে। জয়ের জন্য তাদের দরকার আরও ৪০ রান। অংকৃষ ২৫ ও রশিদ ২০ রানে ব্যাট করছেন।

31 Dec 2021, 05:37:10 PM IST

ফের বদলে গেল ভারতের টার্গেট

প্রাথমিকভাবে শ্রীলঙ্কার ৯ উইকেটে ১০৬ রানের জবাবে ভারত ১০৭ রান তুললেই চ্যাম্পিয়ন হবে বলে জানানো হয় বিসিসিআইয়ের তরফে। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড ও এসিয়ান ক্রিকেট সংস্থার তরফে একযোগে জানানো হয় যে ভারত ৯৯ রান তুললেই জয় নিশ্চিত করবে। এবার পুনরায় এশিয়ান ক্রিকেক সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ভারতকে জিততে হলে ১০২ রান তুলতে হবে।

31 Dec 2021, 05:33:31 PM IST

৫০ টপকাল ভারত

১২তম ওভারে ভারত দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৫২/১। অংকৃষ ২০ ও রশিদ ১৭ রানে ব্যাট করছেন।

31 Dec 2021, 05:32:06 PM IST

১১ বলের ওভার পথিরাজার

১১তম ওভারে বল করতে এসে ৫টি ওয়াইড বল করেন পথিরাজা। মোট ১১ বলের ওভারে ভারত সংগ্রহ করে ৮ রান। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৪৬/১। 

31 Dec 2021, 05:25:29 PM IST

১০ ওভারে ভারত ৩৮/১

১০ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৩৮ রান তুলেছে। জয়ের জন্য তাদের দরকার আরও ৬১ রান। রশিদ ১১ ও অংকৃষ ব্যক্তিগত ১৭ রানে ব্যাট করছেন।

31 Dec 2021, 05:15:57 PM IST

৮ ওভারে ভারত ৩০/১

৮ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৩০ রান তুলেছে। জয়ের জন্য ৩০ ওভারে তাদের দরকার ৬৯ রান রান। রশিদ ১০ ও অংকৃষ ১১ রানে ব্যাট করছেন।

31 Dec 2021, 04:57:37 PM IST

হরনূর আউট

৪.১ ওভারে ইয়াসিরু রডরিগোর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার হরনূর সিং। ১৩ বলে ৫ রান করে মাঠ ছাড়েন হরনূর। ভারত দলগত ৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শেক রশিদ। ৫ ওভারে ভারতের স্কোর ১৫/১। ৫ রানে ব্যাট করছেন অংকৃষ।

31 Dec 2021, 04:49:52 PM IST

ভারতের টার্গেট কমে দাঁড়াল ৯৯

বৃষ্টিতে ওভার সংখ্যা কমে যাওয়ায় ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ৯৯ রানে। ৩৮ ওভারে ৯৯ রান তুললেই চ্যাম্পিয়ন হবে ভারতীয় যুব দল।

31 Dec 2021, 04:41:54 PM IST

ভারতের রান তাড়া করা শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন হরনূর সিং ও অংকৃষ রঘুবংশী। শ্রীলঙ্কার হয়ে বোলিং শুরু করেন ইয়াসিরু রডরিগো। প্রথম ওভারে ৫ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ভারত।

31 Dec 2021, 04:27:41 PM IST

শ্রীলঙ্কা ৩৮ ওভারে ১০৬/৯

শ্রীলঙ্কা নির্ধারিত ৩৮ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১০৬ রান তোলে। ২টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন ইয়াসিরু রডরিগো। শ্রীলঙ্কার হয়ে সবথেকে বেশি রান করেন রডরিগোই। ভারতের হয়ে ১১ রানে ৩টি উইকেট নিয়েছেন ভিকি। ২৩ রানে ২ উইকেট নিয়েছেন কৌশল। জয়ের জন্য ভারতের দরকার ১০৭ 

31 Dec 2021, 04:26:28 PM IST

পথিরানা আউট

৩৭.৬ ওভারে রাজবর্ধনের বলে রঘুবংশীর হাতে ধরা পড়েন পথিরানা। ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৪ রান করেন তিনি।

31 Dec 2021, 04:16:37 PM IST

৩৬ ওভারে শ্রীলঙ্কা ৮৭/৮

৩৬ ওভার শেষে শ্রীলঙ্কা ৮ উইকেটের বিনিময়ে ৮৭ রান তুলেছে। রডরিগো ২৪ বলে ১৩ রান করেছেন। ৪ বলে ১ রান করেছেন পথিরানা। বাংলার রবি কুমার ৮ ওভারের বোলিং কোটা শেষ করেন ১টি মেডেন-সহ ১৭ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে।

31 Dec 2021, 04:12:20 PM IST

ডি'সিলভা রান-আউট

৩৪.৪ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফিরলেন ডি'সিলভা। ১টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ১৫ রান করে রশিদের থ্রোয়ে রান-আউট হন। শ্রীলঙ্কা ৮২ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাথিসা পথিরানা। 

31 Dec 2021, 04:03:09 PM IST

৩৮ ওভারে কমে দাঁড়াল ম্যাচ

বৃষ্টির বাধা টপকে পুনরায় শুরু ম্যাচ। বেশ কিছুটা সময় নষ্ট হওয়ায় ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৩৮ ওভারে। তিনজন বোলার সর্বোচ্চ ৮ ওভার করে বল করতে পারবেন। ২ জন বল করতে পারবেন ৭ সর্বোচ্চ ওভার করে। ৩৪ ওভার শেষে শ্রীলঙ্কা ৭ উইকেটের বিনিময়ে ৮০ রান তুলেছে। ডি'লিসভা ২৭ বলে ১৪ রান করেছেন। ১৮ বলে ৯ রান করেছেন রডরিগো।

31 Dec 2021, 03:54:53 PM IST

মাঠ পরিদর্শনে আম্পায়াররা

বৃষ্টি থেমেছে। ভারতীয় সময় অনুযায়ী ৩টে ৪৫ মিনিট নাগাদ মাঠ পরিদর্শনে নামেন ম্যাচ অফিসিয়ালরা। যদিও ম্যাচ কখনি শুরু হবে, তা এখনও জানানো হয়নি এশিয়ান ক্রিকেট সংস্থার তরফে।

31 Dec 2021, 01:37:43 PM IST

বৃষ্টিতে খেলা সাময়িকভাবে বন্ধ

৩৩ ওভারে শ্রীলঙ্কা ৭ উইকেটের বিনিময়ে ৭৪ রান তোলের পর বৃষ্টিতে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ডি'সিলভা ১৩ ও রডরিগো ৪ রানে অপরাজিত রয়েছেন।

31 Dec 2021, 01:24:00 PM IST

৩২ ওভারে শ্রীলঙ্কা ৭৪/৭

সেমিফাইনাল ম্যাচের মতোই প্রাথমিক বিপর্যয় সামলে লড়াই চালানোর চেষ্টা করছে শ্রীলঙ্কা। তারা আপাতত ৩২ ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ৭৪ রান তুলেছে। রবীন ডি'সিলভা ২০ বলে ১৩ রান করেছেন। ১৩ বলে ৪ রান করে অপরাজিত রয়েছেন ইয়াসিরু রডরিগো।

31 Dec 2021, 01:04:28 PM IST

সোমরত্নে আউট

২৬.৩ ওভারে ভিকির বলে এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়েন রানুদা সোমরত্নে। ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ৭ রান করে ক্রিজ ছাড়েন সোমরত্নে। শ্রীলঙ্কা ৫৭ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নচুন ব্যাটসম্যান রডরিগো। শ্রীলঙ্কা ২৭ ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলেছে। ভিকি ৫ ওভারে ১টি মেডেন-সহ ৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল 

31 Dec 2021, 01:03:44 PM IST

দুনিথ আউট

২৬.১ ওভারে ভিকি ওস্তওালের বলে রাজ বাওয়ার হাতে ধরা পড়েন দুনিথ। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৯ রান করে আউট হন শ্রীলঙ্কা দলনায়ক। শ্রীলঙ্কা ৫৭ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবীন ডি'সিলভা।

31 Dec 2021, 12:57:32 PM IST

৫০ টপকাল শ্রীলঙ্কা

২৫তম ওভারে ৫ উইকেট হারিয়ে দলগত ৫০ রান টপকে যায় শ্রীলঙ্কা। ২৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৫২। রানুদা ৭ ও ক্যাপ্টেন দুনিথ ৪ রানে অপরাজিত রয়েছেন। 

31 Dec 2021, 12:50:48 PM IST

রাজাপক্ষে আউট

২২.৩ ওভারে ভিকি ওস্তওয়ালের বলে রশিদের হাতে ধরা পড়েন সাদিশা রাজাপক্ষে। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ১৪ রান করে ক্রিজ ছাড়েন সাদিশা। শ্রীলঙ্কা দলগত ৪৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দুনিথ।

31 Dec 2021, 12:42:17 PM IST

পথিরাজা আউট

১৯.৪ ওভারে কৌশল তাম্বের বলে বোল্ড হন পবন পথিরাজা। ১৭ বলে ৪ রান করে মাঠ ছাড়েন পবন। শ্রীলঙ্কা ৩৭ রানে ৪ উইকেট হারায়। ২০ ওভার শেষে তাদের স্কোর ৩৯/৪। ক্রিজে নতুন ব্যাটসম্যান রানুদা সোমরত্নে। রাজাপক্ষে ১১ রানে অপরাজিত রয়েছেন। তাম্বে ম্যাচে নিদের দ্বিতীয় উইকেট নেন। 

31 Dec 2021, 12:26:42 PM IST

বন্দরা আউট

ইনিংসের ১৬তম ওভারে প্রথমবার বল করতে আসেন কৌশল তাম্বে। দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করলেও তৃতীয় বলে (১৫.৩ ওভার) তিনি তুলে নেন বন্দরার উইকেট। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৯ রান করে এলবিডব্লিউ বন বন্দরা। শ্রীলঙ্কা ৩১ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান পবন পথিরাজা।

31 Dec 2021, 12:21:33 PM IST

১৫ ওভারে শ্রীলঙ্কা ২৭/২

১৫ ওভার শেষে শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে ২৭ রান তুলেছে। ৩০ বলে ৫ রান করেছেন বন্দরা। ২০ বলে ৮ রান করে অপরাজিত রয়েছেন রাহাপক্ষে।

31 Dec 2021, 12:04:36 PM IST

দুর্দান্ত স্পেল বাংলার রবির

রবি কুমার টানা ৬ ওভার বল করে ১টি মেডেন-সহ ৮ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। শ্রীলঙ্কা ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে। বন্দরা ২৪ বলে ৩ রান করেছেন। রাজাপক্ষে ৮ বলে ১ রান করে অপরাজিত রয়েছেন।

31 Dec 2021, 11:58:13 AM IST

ড্যানিয়েল আউট

১০.৩ ওভারে রাজ বাওয়ার বলে উইকেটকিপার আরাধ্যর দস্তানায় ধরা পড়েন শেভন ড্যানিয়েল। ২৮ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন শ্রীলঙ্কার ওপেনার। দলগত ১৫ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। ক্রিজে নতুন ব্যাটসম্যান সাদিশা রাজাপক্ষে। ১১ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৬/২।

31 Dec 2021, 11:54:52 AM IST

১০ ওভারে শ্রীলঙ্কা ১৫/১

ভারতের দুর্দান্ত বোলিংয়ের কুল-কিনারা খুঁজে পাচ্ছেন না শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। তারা ১০ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ১৫ রান তুলেছে। ড্যানিয়েল ২৫ বলে ৬ রান করেছেন। ২৩ বলে ৩ রান করেছেন বন্দরা।

31 Dec 2021, 11:41:00 AM IST

শ্রীলঙ্কা ৭ ওভারে ১১/১

আঁটোসাটো বোলিং ভারতের। শ্রীলঙ্কা ৭ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ১১ রান তুলতে সক্ষম হয়। ড্যানিয়েল ১৮ বলে ৪ রান করেছেন। ১২ বল খেলেও খাতা খুলতে পারেননি বন্দরা। রবি ৩ ওভারে ৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। রাজবর্ঝন ৪ ওভারে ১টি মেডেন-সহ ৬ রান খরচ করেছেন।

31 Dec 2021, 11:28:33 AM IST

চামিন্দু আউট

৩.৪ ওভারে বাংলার রবি কুমার ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন। তিনি ফিরিয়ে দেন শ্রীলঙ্কা ওপেনার চামিন্দু বিক্রমাসিংহেকে। ১২ বলে ৩ রান করে রাজের হাতে ধরা পড়েন চামিন্দু। শ্রীলঙ্কা দলগত ৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বন্দরা। ৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬/১

31 Dec 2021, 11:25:05 AM IST

শ্রীলঙ্কার প্লেয়িং ইলেভেন

চামিন্দু বিক্রমাসিংহে, শেভন ড্যানিয়েল, অঞ্জলা বন্দরা (উইকেটকিপার), সাদিশা রাজাপক্ষে, পবন পথিরাজা, রানুদা সোমরত্নে, রবীন ডি'সিলভা, দুনিথ ওয়েলালাগে (ক্যাপ্টেন), ইয়াসিরু রডরিগো, মাথিসা পথিরানা, ত্রেভিন ম্যাথিউ।

31 Dec 2021, 11:21:52 AM IST

ভারতের প্লেয়িং ইলেভেন

হরনূর সিং পান্নু, অংকৃষ রঘুবংশী, শেক রশিদ, নিশান্ত সিন্ধু, যশ ধুল (ক্যাপ্টেন), রাজ বাওয়া, কৌশল তাম্বে, আরাধ্য যাদব (উইকেটকিপার), রাজবর্ধন হাঙ্গার্গেকর, ভিকি ওস্তওয়াল, ও রবি কুমার,।

31 Dec 2021, 11:07:49 AM IST

ম্যাচ শুরু

শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নামেন চামিন্দু বিক্রমাসিংহে ও শেভন ড্যানিয়েল। ভারতের হয়ে বোলিং শুরু করেন রাজবর্ধন হাঙ্গার্গেকর। প্রথম ওভারে ২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। কোনও উইকেট হারায়নি তারা।

31 Dec 2021, 10:50:31 AM IST

টস জিতল শ্রীলঙ্কা

যুব এশিয়া কাপের ফাইনালে টস-ভাগ্য সঙ্গ দিল শ্রীলঙ্কাকে। টস জিতে শ্রীলঙ্কা অধিনায়ক দুনিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে টস হেরে শুরুতে ফিল্ডিং ভারতের।

31 Dec 2021, 10:46:02 AM IST

চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় ভারত

এশিয়া কাপের ট্রফি জিততে পারলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে পা দিতে পারবে ভারতীয় দল। কেননা, এশিয়া কাপ খেলেই ভারতীয় দল পা বাড়াবে ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপে অংশ নিতে।

31 Dec 2021, 10:43:08 AM IST

কোন পথে ফাইনালে শ্রীলঙ্কা

১. গ্রুপের প্রথম ম্যাচে কুয়েতকে রেকর্ড ২৭৪ রানে পরাজিত করে।
২. গ্রুপের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৬০ রানে হারিয়ে দেয়।
৩. বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপের তৃতীয় ম্যাচ করোনার জন্য মাঝপথেই পরিত্যক্ত হয়।
৪. সেমিফাইনালে পাকিস্তানকে ২২ রানে পরাজিত করে।

31 Dec 2021, 10:43:08 AM IST

কোন পথে ফাইনালে ভারত

১. গ্রুপের প্রথম ম্যাচে আমিরশাহিকে ১৫৪ রানে পরাজিত করে।
২. গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে শেষ বলের থ্রিলারে ২ উইকেটে হেরে যায়।
৩. গ্রুপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে দেয়।
৪. সেমিফাইনালে বাংলাদেশরে ১০৩ রানে পরাজিত করে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও ‘অনেক মুসলিমের নাম নেই তালিকায়’, UP-তে বুথ দখলের অভিযোগ BJP-র নামে একটি IPL-এ টেল-এন্ডার হিসেবে সব থেকে বেশি রান আশুতোষের, দেখুন সেরা ৫-এর তালিকা ভয়ানক দুর্ঘটনার মুখোমুখি দিব্যাঙ্কা, ভেঙেছে হাতের দুটি হাড়, করাতে হবে অপারেশন একটু পরেই মাধ্যমিক রেজাল্ট ঘোষণা ঝাড়খণ্ড বোর্ডের, কীভাবে দেখবেন? পাশমার্ক কত? 'আমি তো সংসার করছিই...' করেননি বিয়ে, তাও কেন এমনটা জানালেন মিমি? রিপোর্ট: বাস্কেটবল খেলার প্রশিক্ষণ নিচ্ছেন, ‘জিগরা’র জন্য আর কী কী করছেন আলিয়া ‘‌নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করছে না’‌, ভেটাগুড়ির হামলায় সুর চড়ালেন উদয়ন স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ এপ্রিলের রাশিফল

Latest IPL News

PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.