অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ২৩ ডিসেম্বর দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমি ওভাল-১'এ এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারতীয় দল।
ভারতের সঙ্গে টুর্নামেন্টের এ-গ্রপে রয়েছে আফগানিস্তান ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ২৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। সুতরাং, বড়দিনে বড় ম্যাচ অপেক্ষা করে রয়েছে ক্রিকেটপ্রেমীদের জন্য। ২৭ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলতে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। দু'টি ম্যাচই খেলা হবে আইসিসি অ্যাকাডেমি ওভাল-২'এ। লিগ ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বেলা ১১টা থেকে।
টুর্নামেন্টের বি-গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। প্রথম দিনেই শারজায় শ্রীলঙ্কা লড়াই চালাবে কুয়েতের বিরুদ্ধে। পাকিস্তান মাঠে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। ২৪ ডিসেম্বর শারজায় নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।
২৫ ডিসেম্বর ভারত-পাক লড়াই ছাড়াও অনুষ্ঠিত হবে বাংলাদেশ-কুয়েত ও আফগানিস্তান-আমিরশাহি ম্যাচ। ২৬ ডিসেম্বর শ্রীলঙ্কা খেলবে নেপালের বিরুদ্ধে। ২৭ ডিসেম্বর ভারত-আফগান লড়াই ছাড়াও অনুষ্ঠিত হবে পাকিস্তান-আমিরশাহি ম্যাচ। ২৮ ডিসেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার এবং নেপাল খেলবে কুয়েতের বিরুদ্ধে।
৩০ ডিসেম্বর ২টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে আইসিসি অ্যাকাডেমি ও শারজায়। ৩১ ডিসেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এশিয়া কাপের ভারতীয় যুব দল: হরনূর সিং পান্নু, অংকৃষ রঘুবংশী, অংশ গোসাই, এসকে রশিদ, যশ ধুল (ক্যাপ্টেন), অন্নেশ্বর গৌতম, সিদ্ধার্থ যাদব, কৌশল তাম্বে, নিশান্ত সিন্ধু, দীনেশ বনা (উইকেটকিপার), আরাধ্য যাদব (উইকেটকিপার), রাজঙ্গদ বাওয়া, রাজবর্ধন হাঙ্গার্গেকর, গর্ব সাঙ্গওয়ান, রবি কুমার, রিশিথ রেড্ডি, মানব পরখ, অমৃতরাজ উপাধ্যায়, ভিকি ওস্তওয়াল, বসু বত্স (ফিটনেস টেস্টে পাশ করলে)।
স্ট্যান্ড-বাই: আয়ূষ সিং ঠাকুর, উদয় সাহারন, শাশ্বত দাঙ্গওয়াল, ধনুষ গওদা, পিএম সিং রাঠোর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।