এমন লড়াকু জয় সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা গিয়েছে কিনা সন্দেহ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কা যে লড়াই উপহার দেয় ক্রিকেটপ্রেমীদের, তা নিঃসন্দেহে যুব ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। যদিও ইনিংসের শুরু থেকেই তাদের ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়। মাত্র ৭০ রানে ৮ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। একসময় তারা ১০০ রানের গণ্ডি টপকাতে পারবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। তবে সেই মুহূর্তে ইয়াশিরু রডরিগো ও মাথিসা পথিরানা ব্যাট হাতে শ্রীলঙ্কার পরিত্রাতা হয়ে দেখা দেন।
রডরিগো ৮১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। পথিরানা ৩৩ বলে ৩১ রান করে আউট হন। মূলত নয় ও দশ নম্বরে ব্যাট করতে নামা দুই ক্রিকেটারের এমন লড়াকু ইনিংসের সুবাদেই শ্রীলঙ্কা দেড়শো রানের কাছাকাছি পৌঁছতে সক্ষম হয়। শ্রীলঙ্কা ৪৪.৫ ওভারে ১৪৭ রানে অল-আউট হয়ে যায়।
১১ নম্বরে ব্যাট করতে নামা ত্রেভিন ম্যাথিউ ১২ রানের মূল্যবান যোগদান রাখেন। বাকিদের মধ্যে চামিন্দু বিক্রমাসিংহে ১২, বন্দরা ১৩, সাদিশা রাজাপক্ষে ১১ ও পবন পথিরাজা ১১ রানের যোগদান রাখেন। পাকিস্তানের হয়ে জীশান জামির ৩২ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন আহমেদ খান ও আওয়াইস আলি।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৯.৩ ওভারে মাত্র ১২৫ রানে অল-আউট হয়ে যায়। লো-স্কোরিং ম্যাচে ২২ রানের উত্তেজক জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে শ্রীলঙ্কা।
পাকিস্তানের হয়ে আহমেদ খান সব থেকে বেশি ৩৬ রান করেন। এছাড়া মহম্মদ শেহজাদ করেন ৩০ রান। ক্যাপ্টেন কাসিম আক্রম ১৯ রানের যোগদান রাখেন। শ্রীলঙ্কার হয়ে ৩১ রানে ৩টি উইকেট নেন দুনিথ। ত্রেভিন ম্যাথিউ ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।