বাংলা নিউজ > ময়দান > U19 WC Final: রাজ-রবি-নিশান্তে মুগ্ধ ২০০০ সালের হিরো যুবি, যুব দলকে অভিনন্দন ‘অধিনায়ক’ কাইফেরও

U19 WC Final: রাজ-রবি-নিশান্তে মুগ্ধ ২০০০ সালের হিরো যুবি, যুব দলকে অভিনন্দন ‘অধিনায়ক’ কাইফেরও

পঞ্চনবারের জন্য যুব বিশ্বকাপে জয় পেল ভার (ছবি সৌজন্যে এএনআই) (ANI)

‘বয়েজ ইন ব্লু’-দের এই বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানান যুবি। ফাইনালে দুর্দান্ত খেলার জন্য রাজ বাওয়া, রবি কুমার ও নিশান্ত সিন্ধুর প্রশংসা করেন তিনি।

যশ ধুলের যুবদলের বিশ্ব খেতাব জয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ২০০০ যুব বিশ্বকাপের ‘ম্যান অফ দ্য সিরিজ’ যুবরাজ সিং। সেই বিশ্বকাপে যুবরাজের অধিনায়ক মহম্মদ কাইফও ভারতীয় যুব দলকে অভিনন্দন জানালেন এই বিশ্বকাপ জয়ে। যুবরাজ এক টুইট বার্তায় ‘বয়েজ ইন ব্লু’-দের এই বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানান। ফাইনালে দুর্দান্ত খেলার জন্য রাজ বাওয়া, রবি কুমার ও নিশান্ত সিন্ধুর প্রশংসা করেন যুবরাজ।

টুইট বার্তায় যুবরাজ লেখেন, ‘বয়েজ ইন ব্লু এবং গোটা দেশকে এই অনূর্ধ্ব বিশ্বকাপ জয়ের অভিনন্দন। রবি কুমার ও রাজ বাওয়ার দুর্দান্ত স্পেল। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত উজ্জ্বল মনে হচ্ছে। খুব ভালো খেলেছে সবাই। আমি খুবই গর্বিত।’ নিশান্ত সিন্ধুতে মুগ্ধ হয়ে যুবি আরও লেখেন, ‘নিশান্ত সিন্ধু ভারতকে জয় এনে দিল!! এত কম বয়স হলেও খুব পরিপক্কতার সঙ্গে খেলেছে। চাপের মুখে দুর্দান্ত খেলেছ। তাঁর খেলা দেখে বেশ ভালো লেগেছে।’ এদিকে ২০০০ সালের যুব বিশ্বকাপে যুবরাজের অধইনায়ক কাইফও অভিনন্দন জানান ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সদস্যদের। তিনি টুইট করে লেখেন, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খুবই ভালো খেলেছে ভারত।’

গতকাল ফাইনালে জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে ভারত। তারা ৪৭.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় যুব দল। দীনেশ ২টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। নিশান্ত সিন্ধু ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৫০ রান করে নট-আউট থেকে যান। এছাড়া ভারতের হয়ে হরনূর ২১, রশাদ ৫০, যশ ধুল ১৭, রাজ বাওয়া ৩৫ ও কৌশল তাম্বে ১ রান করেন। খাতা খুলতে পারেননি অংকৃষ। উল্লেখ্য, এর আগে ২০০০ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে ভারত প্রথমবার অনূর্ধ্ব বিশ্বকাপে জয়লাভ করেছিল। সেই জয়ের ২২ বছর পর ভারতের ঝুলিতে এখন পাঁচটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেতাব। এর আগে দুর্দান্ত এক স্পেলে পাঁচ উইকেট নিয়ে কপিল দেবের কীর্তিকে ছুঁয়েছিলেন রাজ বাওয়া। তাঁর এবং রবি কুমারের স্পেলে খুব কম রানেই গুটিয়ে গিয়েছিল ইংরেজদের ইনিংস।

বন্ধ করুন