শুভব্রত মুখার্জি: অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ চলাকালীন গুরুতর ধাক্কা লাগল ভারতীয় শিবিরে। ছিটকে যেতে হল তাঁদের স্টার অলরাউন্ডার হার্লি গালাকে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে যশশ্রী সোপ্পাধান্ধিকে। উল্লেখ্য পেসার যশশ্রীকে 'স্ট্যান্ডবাই' হিসেবে দলে রাখা হয়েছিল। বৃহস্পতিবার চোটের কারণে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে যান পেস বোলিং অলরাউন্ডার যশশ্রী সোপ্পাধান্ধি। বিষয়টি আইসিসির তরফে নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
প্রসঙ্গত আইসিসির তরফে জানানো হয়েছে চোটগ্রস্ত হার্লি গালার বদলের দলে নেওয়া হয়েছে 'স্ট্যান্ডবাই' হিসেবে থাকা যশশ্রী সোপ্পাধান্ধিকে। আইসিসির তরফে জানানো হয়েছে 'গালা ছিটকে যাওয়ার পরে তাঁর পরিবর্ত হিসেবে জায়গা পেয়েছেন সোপ্পাধান্ধি। গালার ডান হাতের বুড়ো আঙুলের ল্যাকেরাশিয়নে চোট রয়েছে। সেখানে সেলাই পর্যন্ত পড়েছে। যে কারণেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন সোপ্পাধান্ধি।'
চলতি বিশ্বকাপে ভালো ফর্মে রয়েছে ভারতীয় দল। এখন পর্যন্ত অপরাজেয় তাঁরা। প্রথম ম্যাচে তাঁরা আয়োজক দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। জয় পেয়েছে সাত উইকেটে। দ্বিতীয় ম্যাচে তাঁরা জিতেছে বিপুল ব্যবধানে। এই ম্যাচে জয় এসেছে ১২২ রানে। যদিও এই দুটি ম্যাচের কোনওটাতেই খেলেননি গালা। শেফালি ভার্মার নেতৃত্বাধীন ভারতীয় দল তাঁদের বোলিং বিভাগেও পরের ম্যাচে কোনও পরিবর্তন করবে না বলেই শোনা যাচ্ছে। বুধবার ভারত তাঁদের পরবর্তী ম্যাচে বেনোনিতে মুখোমুখি হবে স্কটল্যান্ডের।
∆ একনজরে পরিবর্তিত ভারতীয় স্কোয়াড:
শেফালি ভার্মা (অধিনায়ক), শ্বেতা সেরাওয়াত (সহ অধিনায়ক), রিচা ঘোষ, জি তৃষা, সৌম্য তিওয়ারি, সোনিয়া মেনধিয়া, যশশ্রী সোপ্পাধান্ধি, ঋষিতা বসু, সোনম যাদব, মান্যত কাশ্যপ, অর্চনা দেবী, পার্শভী চোপড়া, তিতাস সাধু, ফলক নাজ এবং শবনম।