বাংলা নিউজ > ময়দান > U19 World Cup: আরিফুলের ১০০-র জবাবে ‘বেবি এবি’র দুরন্ত শতরান, বাংলাদেশকে হেলায় হারাল দক্ষিণ আফ্রিকা

U19 World Cup: আরিফুলের ১০০-র জবাবে ‘বেবি এবি’র দুরন্ত শতরান, বাংলাদেশকে হেলায় হারাল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশকে হারিয়ে সপ্তম স্থান দখল করা প্রোটিয়া অনুর্ধ্ব ১৯ দল। ছবি- টুইটার (@cricketworldcup)।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, হতাশাজনক অষ্টম স্থানে টুর্নামেন্ট শেষ করল।

ডেওয়াল্ড ব্রেভিস, নামটার সঙ্গে এতদিন যারা এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ দেখেছেন, তারা মোটামুটি সকলেই পরিচিত। বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম স্থান দখলের ম্যাচে, তরুণ দক্ষিণ আফ্রিকান ব্যাটার আবার প্রমাণ করলেন কেন তাঁকে ‘বেবি এবি’ নামে ডাকা হয়। কুলিজে ব্যাট হাতে অনবদ্য এক শতরানে প্রোটিয়াদের জয় এনে দিলেন ব্রেভিস।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। মিডল অর্ডারে আরিফুল ইসলামের নাগাড়ে দ্বিতীয় শতরানে (১০৩ বলে ১০২ রান) ভর করে, ৫০ ওভারে আট উইকেটের বিনিময়ে দক্ষিণ আফ্রিকার সামনে ২৯৪ রানের বিশাল টার্গেট খাড়া করে ওপার বাংলার তরুণরা। আরিফুলের পাশপাশি ওপেনার প্রান্তিক ৩৮ এবং মিডল অর্ডারে ফাহিম ও মেহরব উভয়ই ৩৬ রান করেন। প্রোটিয়াদের হয়ে মাফাকা তিনটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার জেড স্মিথ মাত্র ১০ রানে সাজঘরে ফিরলে, প্রোটিয়াদের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন ব্রেভিস। এর পরেই শুরু হয় ‘বেবি এবি’ শো। একের পর এক বল বাউন্ডারি পার করে দলকে কঠিন টার্গেটের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ব্রেভিস। ১৩০ বলে ১৩৮ রান করে ব্রেভিস যখন আউট হন, তখন মোটমুটি প্রোটিয়ারা জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ছয় ওভারে বাকি ছিল ৩১ রান। প্রসঙ্গত, এই শতরানের জেরে শিখর ধাওয়ানের রেকর্ড ভেঙে এক অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বাধিক রান করার নজির গড়লেন ব্রেভিস (৫০৬ রান)।

শেষমেশ সাত বল বাকি থাকতেই দুই উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয় প্রোটিয়া দল। ব্রেভিসের শতরান বাদ দিয়ে ওপেনার রোনান হার্নান ৪৬ এবং সাতে ব্যাট করতে নামা ম্যাথিউ বোস্ট ২২ বলে ৪১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে রিপন, মুশফিক ও মেহরব দুইটি করে উইকেট নেন। গত বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হতাশাজনক অষ্টম স্থানেই টুর্নামেন্ট শেষ করতে হল।

বন্ধ করুন