আফগানিস্তানের বিরুদ্ধে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। একদিকে আফগানদের সামনে ছিল প্রথমবার বিশ্বকাপের ফাইনালে জায়গা পাকা করার হাতছানি, তো ইংল্যান্ডের সামনে ছিল প্রায় আড়াই দশকে প্রথমবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ।
রোমহর্ষক ম্যাচে শেষমেশ ১৬ রানে নুর আহমেদদের হারিয়ে দেয় ইংল্যান্ড। ম্যাচে বল ইংল্যান্ডের নায়ক অবশ্যই লেগ স্পিনার রেহান আহমেদ। ম্যাচের ৪৬ নম্বর ওভারে যখন রেহান বল করতে আসেন, তখন আফগানদের জয়ের জন্য প্রয়োজন ছিল দুই ওভারে ১৯, হাতে ছিল চার উইকেট। এমন অবস্থায় রশিদ খানের দেশকেই জয়ের জন্য সেরা দাবিদার ধরা হচ্ছিল। তবে রেহান সবকিছু উলোটপালট করে দেন। মাত্র এক রান দিয়ে নুর, ইজহারউলহক নাভিদ এবং বিলাল সামির উইকেট নিয়ে দলকে জয় এনে দেন রেহান। ম্যাচে ৪১ রানের বিনিময়ে রেহান চার উইকেট নেন। এর সঙ্গে সঙ্গে এক অনন্য নজির গড়ে ফেলেন তরুণ ইংল্যান্ড স্পিনার।
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসাবে নাগাড়ে তিন ম্যাচে চার বা ততোধিক উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন রেহান। আফগানদের বিরুদ্ধে সেমিফাইনালের আগে কোয়ার্টারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৮ রানের বিরুদ্ধে চার উইকেট এবং গ্রুপ পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৩০ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন তিনি। ফাইনালে রেহানদের মুখোমুখি হওয়ার জন্য দ্বিতীয় সেমিফাইনালে লড়াইটা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের দুই সবচেয়ে সফল দল ভারত ও অস্ট্রেলিয়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।