টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। সেকারণেই ম্যাচে হার বলে মনে করেন ইংল্যান্ডের অধিনায়ক টম প্রেস্ট। ৪৪.৫ ওভারে ১৮৯ রান করার পরেও জয়ের আশা দেখেছিল ইংল্যান্ডের তরুণরা। কিন্তু ভারতের পার্টনারশিপ ইংল্যান্ডের সব আশায় জল ঢেলে দেয়। ভারত ৪৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। ৪ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়। এদিনের ম্যাচ হেরে ভারতীয় দলের প্রশংসা করেন ব্রিটিশ অধিনায়ক।
ইংল্যান্ডের অধিনায়ক টম প্রেস্টের মতে তাদের দল শুরুতে যেভাবে খেলছিল তাতে মনে হয় তারা নিশ্চিতভাবে এর থেকে ভালো শুরু করতে পারত। তারা যা শুরু করেছিল তার থেকে আরও ভালো শুরুটা খুঁজছিল ইংল্যান্ড দল। প্রেস্ট বলেন, ‘প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের শুরুটা আরও ভালো হওয়া উচিৎ ছিল। কিন্তু জেমস রিউ যেভাবে ব্যাট করে তার ৯৫ রান করেছিল, সেটা সেঞ্চুরির দাবিদার। আমরা এমন একটি স্কোর করেছি যেখানে আমরা ভেবেছিলাম যে আমরা খেলায় ছিলাম এবং এটি একটি ফাটল দিতে পারে।’
১৯০ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল ভারত। সেখানে একবার জয়ের আশা দেখেছিল ইংল্যান্ড। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছিল ভারতের ব্যাটাররা। ম্যাচের পরে তাই ভারতীয় ব্যাটারদের প্রশংসা করলেন ইংল্যান্ডের অধিনায়ক। প্রিস্ট আরও বলেন, ‘আমরা একটি শক্তিশালী বোলিং আক্রমণ পেয়েছি এবং প্রথম ওভারে একটি উইকেট নেওয়ায় জয়ের খিদেটা বেড়ে গিয়েছিল এবং আত্মবিশ্বাস পেয়েছিলাম। তারা (ভারত) অবশ্যই ভালো ব্যাটিং করেছে। তাদের কয়েকটি দুর্দান্ত পার্টনারশিপ ছিল, তাই তাদের কৃতিত্ব দিতেই হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।