বাংলা নিউজ > ময়দান > U19 World Cup: ভারতের শক্তিশেলে বিদ্ধ অস্ট্রেলিয়া, নাগাড়ে তৃতীয়বার টিম ইন্ডিয়ার কাছে হেরে খেতাব জয়ের স্বপ্নভঙ্গ অজিদের

U19 World Cup: ভারতের শক্তিশেলে বিদ্ধ অস্ট্রেলিয়া, নাগাড়ে তৃতীয়বার টিম ইন্ডিয়ার কাছে হেরে খেতাব জয়ের স্বপ্নভঙ্গ অজিদের

অজিদের বিরুদ্ধে সেমিফাইনালে নামা ভারতীয় অনুর্ধ্ব ১৯ একাদশ। ছবি- টুইটার (@ICC)।

২০১৮ এবং ২০২০ বিশ্বকাপেও টিম ইন্ডিয়া অজিদের হারিয়েছিল।

বিশ্বক্রিকেট হোক বা ছোটোদের অনুর্ধ্ব ১৯ ক্রিকেট, ভারত-অস্ট্রেলিয়ার দাপট সর্বস্ব। বড়দের বিশ্বকাপে যেখানে অস্ট্রেলিয়া সর্বাধিকবার ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছে, সেখানে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের পরেই (চারবার), সর্বাধিক বিশ্বকাপ জয়ের (তিনবার) জয়ের কৃতিত্ব রয়েছে অজিদেরই দখলে। 

তাই অ্যান্টিগায় ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে দুই দল মুখোমুখি হওয়ায় কড়া টক্কর আশা ছিলই। ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯৬ রানে মাত দিয়ে সাম্প্রতিক সময়ের ছোটোদের বিশ্বকাপের ধারাই অব্যাহত রাখল যশ ধুলের ভারতীয় দল। এই নিয়ে নাগাড়ে তৃতীয়বার নক আউটে অস্ট্রেলিয়াকে ছিটকে দিল জুনিয়ার টিম ইন্ডিয়া। ২০১৮ সালে অজিদের ফাইনালে হারিয়েই খেতাব জিতেছিল পৃথ্বি শ-র ভারত। ২০২০ সালে কোয়ার্টারেও অজিদের হারান রবি বিষ্ণোইরা। এবার একই কাজ করলেন ধুলরা।

ঘটনাক্রমে, এই প্রথম নির্দিষ্ট কোনো দলকে অনুর্ধ্ব বিশ্বকাপের পরপর তিনটি টুর্নামেন্টের নক আউটে কোনো দল পরাস্ত করতে সক্ষম হল। ভারত ছাড়া এই কৃতিত্ব আর কারুর নেই। তবে গতবার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল যশস্বী জয়সওয়ালদের, এবার নাগাড়ে চতুর্থবার ফাইনাল খেলে নিজেদের পঞ্চম অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে নিঃসন্দেহে মরিয়া হবে ভারত। শনিবার (৫ ফেব্রুয়ারি) সেই লক্ষ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবেন ধুলরা।

বন্ধ করুন