বাংলা নিউজ > ময়দান > U19 World Cup: গতবার যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ, এবার বদলা নিল ভারত, দেখুন কী ঘটেছিল সেই ম্যাচে

U19 World Cup: গতবার যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ, এবার বদলা নিল ভারত, দেখুন কী ঘটেছিল সেই ম্যাচে

যুব বিশ্বকাপের ট্রফি হাতে বাংলাদেশ দল। ছবি- গেটি।

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ব্যর্থ হয় যশস্বী জসওয়াল ও রবি বিষ্ণোইয়ের লড়াই।

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ভারত সব ম্যাচে জয় তুলে নেয়। তবে খেতাবি লড়াইয়ে বাংলাদেশের কাছে হারতে হয় ভারতীয় যুব দলকে। গতবার খেতাব হাতছাড়া হওয়ার জ্বালা এবার বাংলাদেশকে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে দিয়েই মিটিয়ে নেয় ভারত।

চলতি যুব বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশকে ১১৫ বল বাকি থাকতে ৫ উইকেটে পরাজিত করে যশ ধুলের নেতৃত্বাধীন ভারতীয় দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৩৭.১ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩০.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৭ রান তুলে ম্যাচ জিতে যায় ভারতীয় যুব দল। ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বাংলার রবি কুমার।

এই অবস্থায় দেখে নেওয়া যাক ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ঠিক কী ঘটেছিল। সেবার যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। পোচেস্ট্রুমে খেলা হয় ভারত-বাংলাদেশ ফাইনাল ম্যাচ।

২০২০ যুব বিশ্বকাপের ফাইনালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ভারত ৪৭.২ ওভারে ১৭৭ রানে অল-আউট হয়ে যায়। যশস্বী জসওয়াল ৮৮ রান করেন। ৩৮ রান করেন তিলক বর্মা। ২২ রান করেন উইকেটকিপার ধ্রুব জুরেল। ক্যাপ্টেন প্রিয়ম গর্গ ৭ রান করে আউট হন। বাংলাদেশের অভিষেক দাস ৩টি এবং শোরিফুল ইসলাম ও তানজিম হাসান শাকিব ২টি করে উইকেট দখল করেন।

পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তুললে বৃষ্টিতে ম্যাচ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বৃষ্টির পরে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৬ ওভারে ১৭০ রানের। বাংলাদেশ ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৭০ রান তুলে নেয়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে বাংলাদেশ ২৩ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে এবং যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। ভারতকে সেবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়।

৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন আকবর আলি। এছাড়া পারভেজ হোসেন ৪৭ রান করেছিলেন। রবি বিষ্ণোই সেই ম্যাচে ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। সুশান্ত মিশ্র ২টি ও যশস্বী জসওয়াল ১টি উইকেট দখল করেন। যশস্বী মোট ৪০০ রান সংগ্রহ করে এবং ৩টি উইকেট দখল করে সেবার টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.