ভারতের হয়ে এখনও পর্যন্ত সব থেকে বেশি রান করেছেন কে? সব থেকে বেশি উইকেটই বা কার দখলে রয়েছে? ছক্কায় ঝড় তুলেছেন কে? চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয়দের সার্বিক পারফর্ম্যান্সে চোখ রাখুন।
1/5সব থেকে বেশি রান: চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন অংকৃষ রঘুবংশী। তিনি ৩ ম্যাচে ৭৬.০০ গড়ে ২২৮ রান সংগ্রহ করেছেন। অংকৃষ ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৪৪ রানের।
2/5সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: মিডল অর্ডার ব্যাটসম্যান রাজ বাওয়া এখনও পর্যন্ত ভারতের হয়ে এক ম্যাচে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন। তিনি উগান্ডার বিরুদ্ধে ১৬২ রান করে অপরাজিত থাকেন। ৩ ম্যাচে রান ১০৮.৫০ গড়ে ২১৭ রান সংগ্রহ করেছেন রাজ। তিনি ১টি সেঞ্চুরি করেছেন। কোনও হাফ-সেঞ্চুরি করেননি।
3/5সব থেকে বেশি ছক্কা: গ্রুপ লিগে ভারতের হয়ে সব থেকে বেশি ৯টি ছক্কা মেরেছেন রাজ বাওয়া। উগান্ডার বিরুদ্ধে এক ম্যাচেই ৮টি ছক্কা হাঁকান তিনি।
4/5সব থেকে বেশি উইকেট: ভারতের হয়ে গ্রুপ লিগের তিন ম্যাচে সব থেকে বেশি ৭টি উইকেট নিয়েছেন ভিকি ওস্তওয়াল। ভারতের বাঁ-বাতি স্পিনার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮ রানে ৫ উইকেট নেন, যা ভারতীয়দের মধ্যে এক ম্যাচে সেরা বোলিং পারফর্ম্যান্স।
5/5সব থেকে বেশি ক্যাচ: যশ ধুল গ্রুপ লিগের মাত্র ১টি ম্যাচে মাঠে নামেন। তাতেই উইকেটকিপার ছাড়া ভারতীয় ফিল্ডারদের মধ্যে সব থেকে বেশি ৩টি ক্যাচ ধরেছেন তিনি।