বাংলা নিউজ > ময়দান > U19 World Cup: সুখবর ভারতীয় শিবিরে, করোনাকে হারিয়ে সেমিতে অজিদের বিরুদ্ধে মাঠে নামতে তৈরি নিশান্ত সিন্ধু

U19 World Cup: সুখবর ভারতীয় শিবিরে, করোনাকে হারিয়ে সেমিতে অজিদের বিরুদ্ধে মাঠে নামতে তৈরি নিশান্ত সিন্ধু

নিশান্ত সিন্ধু। ছবি- টুইটার।

উগান্ডা ম্যাচের পরেই করোনার কবলে পড়েন সিন্ধু।

কোয়ার্টার ফাইনালে করোনার আগে মাঠে নামা হয়নি, তবে সেমিফাইনালের আগেই ভারতীয় অনুর্ধ্ব ১৯ শিবিরে সুখবর। করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন নিশান্ত সিন্ধু। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ভারতীয় দল, তার আগেই সিন্ধুর প্রত্যাবর্তন দলকে অনেক মজবুত করে তুলবে।

চলতি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে, যশ ধুল করোনা আক্রান্ত হওয়ায় সিন্ধু আয়ারল্যান্ড ও উগান্ডার বিরুদ্ধে, দুই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উগান্ডার মুখোমুখি হওয়ার পরেই সিন্ধু নিজেও করোনার কবলে পড়েন। তবে তিনি এখন সুস্থ। ফলে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে অজিদের বিরুদ্ধে পূর্ণশক্তির দলের মধ্যে থেকেই ভারত নিজেদের সেরা একাদশ বেছে নিতে পারবে।

আইসিসির এক সূত্র PTI-কে জানান, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সবাই নির্বাচনের জন্য উপলব্ধ। সিন্ধুর করোনা টেস্টের রিপোর্টও নেগেটিভ এসেছে।’ অজিদের বিরুদ্ধে এই বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সেই প্রস্তুতি ম্যাচে ধুলরা অজিদের হারিয়েওছিল। রেকর্ড চার বার চ্যাম্পিয়ন ভারতীয় দল গত বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের হাতে পরাজিত হয়। এবার একধাপ এগিয়ে খেতাব জয়ের আশায় রয়েছে ধুলের নেতৃত্বাধীন জুনিয়ার টিম ইন্ডিয়া।

বন্ধ করুন