বাংলা নিউজ > ময়দান > U19 World Cup: ব্যাটে ১০০, বল হাতে পাঁচ উইকেট, পাক অধিনায়ক কাসিম একাই উড়িয়ে দিলেন শ্রীলঙ্কাকে

U19 World Cup: ব্যাটে ১০০, বল হাতে পাঁচ উইকেট, পাক অধিনায়ক কাসিম একাই উড়িয়ে দিলেন শ্রীলঙ্কাকে

পাকিস্তান অনুর্ধ্ব ১৯ অধিনায়ক কাসিম আক্রম। ছবি- টুইটার (@ICC)।

২৩৮ রানের বিশাল ব্যবধানে ওয়ালালাগের দলকে হারান কাসিমরা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) অ্যান্টিগায় পঞ্চম স্থানের প্লে-অফে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। খেতাব জয় সম্ভব নয়, তবে অন্তত ম্যাচ জিতে বিশ্বকাপে নিজেদের ছাপ ছেড়ে বিদায় নেওয়ার সুযোগ ছিল দুই দলের কাছেই। পাকিস্তান বা বলা ভাল পাকিস্তান অধিনায়ক কাসিম, ঠিক সেটাই করলেন।

পাকিস্তানের মহম্মদ শেহজাদ ও হাসিবুল্লাহ খানের ১৩৪ রানের ওপেনিং পার্টনারশিপে লঙ্কানদের বিরুদ্ধে ভিতটা তৈরিই ছিল। সেই ভিতেই ইমারত গড়লেন কাসিম। তিনে ব্যাট করতে মাত্র ৮০ বলে ১৩৫ রানের ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও ছয়টি ছক্কায়। হাসিবুল্লাহর সঙ্গে দ্বিতীয় উইকেটে কাসিমের ২২৯ রানের পার্টনারশিপে ভর করে পাকিস্তান ৩৬৬ রানের বিশাল লক্ষ্য রাখে দিমুথ ওয়ালালাগের দলের বিরুদ্ধে।

ব্যাট হাতে দাপট দেখিয়েই কিন্তু কাসিম শেষ হয়ে যাননি। ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়ে পাকিস্তানের বোলিং ইনিংস শুরু করেন তিনি। একে একে লঙ্কান দলের এক, দুই নয়, টপ অর্ডারের পাঁচজনকেই নিজের অফ স্পিনের জালে ফাঁসিয়ে সাজঘরে ফেরত পাকিস্তান অধিনায়ক কাসিম। এর সঙ্গে সঙ্গেই গড়ে ফেলেন ইতিহাস। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসের এমন পারফরম্যান্স করার কৃতিত্ব, আর কারুর দখলে নেই। কাসিমই প্রথম ক্রিকেটার হিসাবে এক ম্যাচে শতরান করার পাশপাশি পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন।

কাসিমের ঘাতক বোলিংয়ে লঙ্কানরা প্রথম থেকেই ম্যাচে পিছিয়ে পড়েন। তাদের অধিনায়ক দিমুথ ওয়ালালাগে অবশ্য ব্যক্তিগতভাবে এক চিরস্মরণীয় টুর্নামেন্টের অবসান ঘটান ৪০ রানের একটি সুন্দর ইনিংস খেলে। নয় নম্বরে ব্যাটে নেমে বিনুজা রানপুল এক অপরাজিত অর্ধশতরান (৫৮ বলে ৫৩) করলেও, তা কোনো কাজেই আসেনি। মাত্র ৩৪.২ ওভারে ১২৭ রানেই শ্রীলঙ্কার সব জারিজুরি শেষ হয়ে যায়। পাকিস্তান ২৩৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয়। ম্যাচ সেরা হন কাসিম। 

বন্ধ করুন