অপরাজিত থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা ভারতীয় দল গ্রুপ লিগ থেকে ফাইনাল পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছে। দেখে নিন ৬টি ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন কারা।
1/6ভিকি ওস্তওয়াল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ভিকি ওস্তওয়াল। তিনি ২৮ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। ব্যাট হাতে ভিকি ৯ রান সংগ্রহ করেন। প্রথমে ব্যাট করে ভারত ২৩২ রানে অল-আউট হয়। জবাবে দক্ষিণ আফ্রিকা অল-আউট হয়ে যায় ১৮৭ রানে। ভারত ৪৫ রানে ম্যাচ জেতে।
2/6হরনূর সিং: আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হরনূর। তিনি ১০১ বলে ৮৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। শুরুতে ব্যাট করে ভারত ৫ উইকেটের বিনিময়ে ৩০৭ রান তোলে। আয়ারল্যান্ড অল-আউট হয়ে যায় ১৩৩ রানে। ভারত ১৭৪ রানে ম্যাচ জেতে।
3/6রাজ বাওয়া: উগান্ডার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রাজ বাওয়া। তিনি ১০৮ বলে ১৬২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেটে ৪০৫ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে উগান্ডা মাত্র ৭৯ রানে অল-আউট হয়ে যায়। ৩২৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ভারত।
4/6রবি কুমার: বাংলার রবি কুমার বাংলাদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। তিনি ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১১১ রানে অল-আউট হয়ে যায়। ভারত ৫ উইকেটে ১১৭ রান তুলে ম্যাচ জিতে যায়।
5/6যশ ধুল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে অধিনায়কোচিত শতরান করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন যশ ধুল। তিনি ১১০ বলে ১১০ রান করে আউট হন। প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেটে ২৯০ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৯৪ রানে অল-আউট হয়ে যায়। ভারত ৯৬ রানে ম্যাচ জেতে।
6/6রাজ বাওয়া: ইংল্যান্ডের বিরুদ্ধে যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রাজ বাওয়া। তিনি বল হাতে ৩১ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। ব্যাট হাতে ৫৪ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। ভারত ৬ উইকেটে ১৯৫ রান তুলে বিশ্বচ্যাম্পিয়ন হয়।