প্রথম সুযোগেই চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আগুন ঝরালেন বিনুজা রানপাল। শ্রীলঙ্কার ১৮ বছর বয়সী পেসার একাই ঝলসে দিলেন আফগানিস্তানের ব্যাটিং লাইনআপকে।
গ্রুপ লিগের একটি ম্যাচেও শ্রীলঙ্কার হয়ে মাঠে নামার সুযোগ হয়নি বিনুজার। তবে আফগানিস্তানের বিরুদ্ধে সুপার লিগের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের প্রথম একাদশে সুযোগ পান তিনি। প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দেন বিনুজা।
অ্যান্টিগায় টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকা আফগানিস্তান ৪৭.১ ওভারে মাত্র ১৩৪ রানে অল-আউট হয়ে যায়। আব্দুল হাদি দলের হয়ে সব থেকে বেশি ৩৭ রান করেন। ৩০ রান করেন নূর আহমেদ। আল্লাহ নূর ২৫ ও খারোটে ১৩ রান করেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
শ্রীলঙ্কার হয়ে বিনুজা ৯.১ ওভার বল করে একাই ৫টি উইকেট নেন। তিনি ৩টি মেডেন-সহ মাত্র ১০ রান খরচ করেন। এছাড়া ক্যাপ্টেন দুনিথ ১০ ওভারে ৩৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। চলতি যুব বিশ্বকাপের চার ম্যাচে দুনিথের উইকেট সংখ্যা দাঁড়ায় ১৬টি। এছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে ১টি করে উইকেট নেন ইয়াসিরু রডরিগো ও ত্রেভিন ম্যাথিউ। ত্রেভিন ১০ ওভারে ৪টি মেডেন-সহ মাত্র ১৩ রান খরচ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।