বুধবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ছন্দে সেঞ্চুরি করেন যশ ধুল। ১১০ বলে ১১০ রানের অনবদ্য ইনিংস তিনি খেলেছেন। যে ইনিংসে রয়েছে ১০টি চার এবং ১টি ছয়। কিন্তু সেঞ্চুরির পরেই যে ভাবে তিনি রান আউট হয়েছেন, তা নিয়েও কিন্তু আলোড়ন পড়ে গিয়েছে।
ভারতের ব্যাটিংয়ের সময়ে ৪৫.৫ ওভারে কিছুটা দুর্ভাগ্যজনক ভাবেই রান-আউট হন যশ ধুল। শেক রশিদ তখন স্ট্রাইকে ছিলেন। নন স্ট্রাইকিং জোনে দাঁড়িয়েছিলেন ধুল। বল করছিলেন অস্ট্রেলিয়ার জ্যাক নিসবেত। যখন নিসবেত বল করছেন, সেই সময়ে ক্রিজের একটু বাইরে এসেই দাঁড়িয়েছিলেন ধুল। রান নেওয়ার জন্য নন স্ট্রাইকিং জোনে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান সাধারণত ক্রিজের বাইরে কিছুটা বেরিয়ে আসেন। কিন্তু রশিদ শটটি স্ট্রেট মেরেছিলেন। আর সেই বলে শুধু হাত ছুঁয়েছিলেন নিসবেত। বলটি সোজা এসে উইকেটে লাগে। ক্রিজের বাইরে তখনও দাঁড়িয়ে ধুল। স্বাভাবিক ভাবেই রান আউট হয়ে যান। আর ধুলের রান আউট হওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমন ভাবে ভারত অধিনায়ক আউট হওয়ায় আফসোস করছেন নেটিজেনরা।
টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন যশ ধুল। মাত্র ৩৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে ধুল এবং রশিদ মিলে ২০৪ রানের পার্টনারশিপ গড়েন। ধুল ১১০ করলেও, রশিদ অবশ্য ৯৪ করে আউট হন। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। আর ধুল-রশিদের সৌজন্যেই ভারত ৫ উইকেটে ২৯০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৯৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ৯৬ রানে ম্যাচ জিতে যায় ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।