ইন্ডিয়ান প্রিমিয়র লিগের পারিশ্রমিককে টেক্কা দেওয়া সম্ভব নয় বিশ্বের অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের পক্ষে। তবে আমিরশাহির নতুন টি-২০ লিগ ক্রিকেটারদের পারিশ্রমিকের নিরিখে বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ ও দ্য হান্ড্রেডের মতো প্রথম সারির ঘরোয়া ক্রিকেট লিগগুলিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে।
বিশেষ করে বিগ ব্যাশ লিগের সমান্তরালে অনুষ্ঠিত হবে বলেই ক্রিকেট অস্ট্রেলিয়ার টি-২০ লিগে বড়সড় প্রভাব ফেলতে পারে ইন্টারন্যাশনাল লিগ টি-২০ বা আইএল টি-২০।
আসলে ২০২৩-এর জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া আমিরশাহির এই টি-২০ লিগ মোটা টাকার ঝুলি নিয়ে হাজির হতে চলেছে বিশ্বের প্রথম সারির ক্রিকেটারদের কাছে। টাকার অঙ্কটা বিবিএলের থেকে অনেক বেশি বলেই বিগ ব্যাশ লিগ ছেড়ে সেই সময়ে আমিরশাহিতে খেলতে দেখা যেতে পারে তারকা ক্রিকেটারদের। বিশেষ করে ডেভিড ওয়ার্নারের কাছে ইতিমধ্যেই মোটা টাকার প্রস্তাব গিয়েছে বলে খবর। শোনা যাচ্ছে আমিরশাহিতে খেলার জন্য ওয়ার্নার বিবিএলে মাঠে নাও নামতে পারেন।
আরও পড়ুন:- ভিডিয়ো: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সাজঘরে স্লোগান তুলল ভারত, ‘আমরা কারা? চ্যাম্পিয়ন’
ইন্টারন্যাশনাল লিগ টি-২০ প্রথমসারির খেলোয়াড়দের প্রতি মরশুমের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকার প্রস্তাব দিচ্ছে। আইপিএলে এর থেকে অনেক অনেক বেশি টাকা উপার্জন করার সুযোগ রয়েছে সেরা ক্রিকেটারদের। তবে বাকি সব লিগ টুর্নামেন্টের থেকে টাকার এই অঙ্ক বেশি। সেই নিরিখে ক্রিকেটারদের কাছে আইপিএলের পরে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ উপার্জন করার মঞ্চ হয়ে উঠতে পারে আমিরশাহির এই টি-২০ লিগ।
ভারতীয় মুদ্রায় কোন লিগে সর্বোচ্চ কত টাকা পাওয়া যায়:-
আরও পড়ুন:- ১০টি ছক্কায় মাত্র ৩৭ বলে ১০৬ রান, মইন-বেয়ারস্টো জুটির মারকাটারি ব্যাটিংয়ের ভিডিয়ো দেখুন
উল্লেখ্য, ২০২৩-এর ৬ জনুয়ারি শুরু হবে ইন্টারন্যাশনাল লিগ-২০। ছয় দলের এই টুর্নামেন্ট চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।