বাংলা নিউজ > ময়দান > তালিবানের শাসনে দেশ, ৫ বছর UAE-তে 'হোম' সিরিজ খেলবেন আফগান ক্রিকেটাররা

তালিবানের শাসনে দেশ, ৫ বছর UAE-তে 'হোম' সিরিজ খেলবেন আফগান ক্রিকেটাররা

UAE-তে 'হোম' সিরিজ খেলবেন আফগান ক্রিকেটাররা (ACB)

আমিরশাহি ক্রিকেট বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে একটি চুক্তি হয়েছে আফগানিস্তান দলের। এই চুক্তির অঙ্গ হিসেবে প্রতি বছর আফগান দল আমিরশাহির বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে।

শুভব্রত মুখার্জি: আমিরশাহিকেই এবার ঘর বানিয়ে ফেলল আফগানিস্তান ক্রিকেট দল। সেখানকার ২২ গজেই আগামী পাঁচ বছর নিজেদের সমস্ত হোম ম্যাচ খেলবে আফগানিস্তান দল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের মতন আফগানিস্তানের নিরাপত্তা নিয়েও সংশয় থাকার ফলে বিদেশি দলগুলো সেখানে সাধারণভাবে সফর করতে রাজি নন। ২০২১ সালের অগস্টে দেশের শাসনভার তালিবানরা হাতে নেওয়ার পর থেকেই এই সমস্যা আরও বেড়েছে। আর সেই কারণেই আমিরশাহিকে 'হোম' ভেন্যু হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত বলে জানানো হয়েছে এসিবির তরফে।

আমিরশাহি ক্রিকেট বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে একটি চুক্তি হয়েছে আফগানিস্তান দলের। এই চুক্তির অঙ্গ হিসেবে প্রতি বছর আফগান দল আমিরশাহির বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে। এমিরেটস ক্রিকেট বোর্ডের তরফে জেনারেল সেক্রেটারি মুবাসির উসমানি এক বিবৃতিতে জানিয়েছেন 'আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে সাহায্য করতে পেরে আমরা খুব খুশি। আমরা নিশ্চিত করেছি যাতে তাঁদের একটা 'হোম' ভেন্যু থাকে ক্রিকেট খেলার জন্য।' পাশাপাশি তিনি যোগ করেন 'আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁরা প্রতি বছর আমিরশাহি দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে রাজি হয়েছে। এটা আমিরশাহির কাছে খুব বড় একটা সুযোগ। ক্রিকেটের উন্নতিতে এটা খুব সহায়ক হবে।' পাশাপাশি এমিরেটস ক্রিকেট বোর্ড, এসিবিকে লজিস্টিক সাপোর্টও দেবে। অফিসের জন্য জায়গা দেওয়া হবে। ভিসা সংক্রান্ত কাজেও সহযোগিতা করা হবে। উল্লেখ্য আমিরশাহির এই অভিজ্ঞতা আগেও রয়েছে। পাকিস্তানের হয়ে তাঁরা দীর্ঘদিন 'হোম' ভেন্যু হিসেবে কাজ করেছে।

এখানেই শেষ নয় করোনার কারণে যখন ভারতে আইপিএল হয়নি, সেবারও আমিরশাহি আইপিএলের আয়োজন করেছিল। পাশাপাশি ২০২১ সালে ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপেরও আয়োজন করেছিল তারা। এসিবির চিফ এক্সিকিউটিভ নাসিব খান আশা প্রকাশ করেছেন এই 'পার্টনারশিপ' উভয় পক্ষের জন্য খুব লাভদায়ক হবে। দুই বোর্ডকে ভবিষ্যতে তাঁদের লক্ষ্যে পৌঁছাতেও এই চুক্তি সাহায্য করবে বলে তাঁর মত।

বন্ধ করুন